বুড়িগঙ্গায় বছরে দুইবার মেয়র-ডিসিদের গোসল বাধ্যতামূলক করার প্রস্তাব জামায়াত নেতার - People’s Bangla

People’s Bangla

Voice of the People | জনতার কণ্ঠস্বর

সর্বশেষ

Home Top Ad

Post Top Ad

Saturday, July 26, 2025

বুড়িগঙ্গায় বছরে দুইবার মেয়র-ডিসিদের গোসল বাধ্যতামূলক করার প্রস্তাব জামায়াত নেতার

 

বুড়িগঙ্গায় বছরে দুইবার মেয়র-ডিসিদের গোসল বাধ্যতামূলক করার প্রস্তাব জামায়াত নেতার

🛑 ঢাকার নদী বাঁচাতে ব্যতিক্রমী প্রস্তাব জামায়াত নেতার: “মেয়রদের বছরে ২ বার নদীতে গোসল করা উচিত”

People’s Bangla প্রতিবেদক:
রাজধানী ঢাকার চারপাশের নদ-নদী ও খালগুলোর চলমান দূষণ রোধে এক ব্যতিক্রমী ও আলোচিত প্রস্তাব দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের

শনিবার সকালে রাজধানীর এক আলোচনা সভায় তিনি বলেন,

“আমরা যদি বুড়িগঙ্গা ও ঢাকার নদীগুলো পরিষ্কার রাখতে চাই, তাহলে মেয়র, এমপি, ডিসি, এসপি, ডিআইজি, কমিশনার— সবার বছরে অন্তত দুইবার ওই নদীতে গোসল করা উচিত। এতে জনগণের মধ্যে সচেতনতা তৈরি হবে এবং নদীগুলো আপনাতেই পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ।”

🏞️ “সরকার আসে-যায়, নদীর দূষণ থেকেই যায়”

এ সময় তিনি বলেন,

“সরকার পরিবর্তন হয়, কিন্তু নদীর অবস্থার কোনো পরিবর্তন হয় না। বরং দূষণ দিন দিন বাড়ছেই। তাই সময় এসেছে কার্যকর ও প্রতীকী উদ্যোগ নেওয়ার।”

🌍 ইউরোপ-চীনের উদাহরণ টেনে বললেন,

“ওই সব দেশে রাজনৈতিক নেতা থেকে প্রশাসনের লোকজন নদীতে নেমে অংশগ্রহণ করে বলেই তাদের নদীগুলো এত পরিচ্ছন্ন। আমাদের দেশেও যদি পানি নোংরা থাকে, তবে মেয়র পদে থাকার অধিকার থাকা উচিত নয়।”

🌳 গাছ লাগানোর ডাক

পরিবেশ রক্ষায় গাছ লাগানোর গুরুত্ব তুলে ধরে অ্যাডভোকেট জুবায়ের বলেন,

“আমাদের দেশে ২৫% বনভূমি প্রয়োজন, অথচ রয়েছে মাত্র ৯%। আমরা নিজেরাই পরিবেশ ধ্বংস করছি। ১৬-১৭ কোটি মানুষ যদি প্রত্যেকে অন্তত ১টি করে গাছ লাগায়, তাহলে দেশে আর কোনো গাছের অভাব থাকবে না।”

তিনি আরও বলেন,

“ক্ষমতা বা দায়িত্ব পাওয়ার আগে যোগ্যতার প্রমাণ দিতে হবে। শুধু দখল নয়, দায়িত্বও পালন করতে হবে পরিবেশ ও জনস্বার্থে।”

No comments:

Post a Comment

Post Bottom Ad

© 2025 Peoples Bangla | All Rights Reserved.
×