জুলাই শহীদদের স্মরণে শুক্রবার জাতীয় সেমিনার করবে জামায়াত |
জামায়াতে ইসলামীর আয়োজনে ১ আগস্ট জাতীয় প্রেস ক্লাবে সেমিনার
রিপোর্টার: পিপলস বাংলা ডেস্ক
তারিখ: ২৯ জুলাই ২০২৫
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে একটি গুরুত্বপূর্ণ সেমিনার আগামী ১ আগস্ট (শুক্রবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে।
সকাল ১০টায়, রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে এ সেমিনার আয়োজন করা হবে।
জামায়াতে ইসলামীর সম্মানিত আমির ডা. শফিকুর রহমান সেমিনারে সভাপতিত্ব করবেন।
এতে জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দ, বিশিষ্ট বুদ্ধিজীবী এবং ব্যক্তিত্বগণ অংশগ্রহণ করবেন এবং বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে আলোচনায় অংশ নেবেন।
সেমিনারটির মাধ্যমে দেশের রাজনৈতিক পরিস্থিতি ও জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।
No comments:
Post a Comment