সংসদে আমাদেরই জয়জয়কার হবে: নাহিদ ইসলাম |
“চাঁদাবাজি এখনো বন্ধ হয়নি, তাই রাজপথে থাকতে হচ্ছে”—নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশে এখনো চাঁদাবাজি, সহিংসতা ও অনিয়ম বন্ধ হয়নি। তাই জনগণের স্বার্থেই রাজপথে সক্রিয় থাকতে হচ্ছে। তিনি দাবি করেন, “মানুষ পরিবর্তন চায়, মানুষ এনসিপিকে চায়।”
মঙ্গলবার (৩০ জুলাই) বিকেলে নরসিংদী পৌরসভার মোড়ে আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন তিনি। এর আগে জেলখানা মোড় থেকে শুরু হওয়া বিশাল পদযাত্রা শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে পথসভাস্থলে এসে শেষ হয়।
“জনগণের কষ্ট আমরা কাছ থেকে দেখেছি”
নাহিদ ইসলাম বলেন,
“জুলাই মাসজুড়ে এনসিপির পদযাত্রার মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষের দুঃখ-কষ্টের বাস্তব চিত্র আমরা দেখেছি। এই অভিজ্ঞতা আমাদের আরও দৃঢ় করেছে—আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে থাকবে না চাঁদাবাজি, হানাহানি বা সহিংসতা।”
তিনি আরও বলেন,
“আপনারা যদি এনসিপিকে ভালোবাসেন, তাহলে আমরা নরসিংদীকে একটি চাঁদাবাজমুক্ত ও শিল্পোন্নত জেলা হিসেবে গড়ে তুলতে পারব। জনগণের যে ভালোবাসা ও সাড়া আমরা পেয়েছি, তাতে আগামী জাতীয় সংসদে এনসিপির শক্তিশালী অবস্থান নিশ্চিত।”
সভায় উপস্থিত ছিলেন দলীয় শীর্ষ নেতৃবৃন্দ
পথসভায় আরও বক্তব্য রাখেন এনসিপির সমন্বয়ক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, সিনিয়র মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনা, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম-সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির এবং সিনিয়র যুগ্ম-মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসুদ।
এনসিপি নেতৃবৃন্দ জানান, এ ধরনের পথসভা ও পদযাত্রা সারাদেশে নিয়মিত আয়োজন করা হবে, যাতে সরাসরি জনগণের সঙ্গে যোগাযোগ স্থাপন করে তাদের মতামত ও সমস্যা জানা যায়।
No comments:
Post a Comment