মওলানা ভাসানী না থাকলে শেখ মুজিব তৈরি হতে পারতেন না: টাঙ্গাইলে নাহিদ ইসলাম - People’s Bangla

People’s Bangla

Voice of the People | জনতার কণ্ঠস্বর

সর্বশেষ

Home Top Ad

Post Top Ad

Tuesday, July 29, 2025

মওলানা ভাসানী না থাকলে শেখ মুজিব তৈরি হতে পারতেন না: টাঙ্গাইলে নাহিদ ইসলাম

 

মওলানা ভাসানী না থাকলে শেখ মুজিব তৈরি হতে পারতেন না: টাঙ্গাইলে নাহিদ ইসলাম

“ভাসানী না থাকলে শেখ মুজিব তৈরি হতেন না”—টাঙ্গাইলে এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম

রিপোর্টার: পিপলস বাংলা ডেস্ক
তারিখ: ২৯ জুলাই ২০২৫

"মওলানা ভাসানী না থাকলে শেখ মুজিব তৈরি হতেন না"— এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, দেশের ইতিহাসে মহান রাজনৈতিক ব্যক্তিত্বদের যথাযথ মূল্যায়ন করা হয়নি, বরং একজন ব্যক্তিকে জাতির পিতা হিসেবে প্রতিষ্ঠা করে গত ৫৪ বছর ধরে 'পূজা' করা হচ্ছে।

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর দেড়টায় টাঙ্গাইল শহরের নিরালামোড়ে ‘জুলাই পদযাত্রা’ উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, “মওলানা ভাসানী ছিলেন উপমহাদেশের বিরল নেতা, যিনি কাগমারী সম্মেলনের মাধ্যমে পাকিস্তানি শাসকগোষ্ঠীকে বিদায় জানিয়ে বুঝিয়ে দিয়েছিলেন, তাদের সঙ্গে একত্রে থাকা আর সম্ভব নয়। তিনি ব্রিটিশ, পিন্ডি ও দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধেও আপসহীন লড়াই করেছেন।”

তিনি আরও বলেন, “টাঙ্গাইলের প্রতিটি ইঞ্চি সংগ্রামের সাক্ষী। কৃষকের ঘামে গড়া এই মাটি ভাসানীর নেতৃত্বে গণমানুষের লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।”
ভাসানীর রাজনীতির শুরুর দিকে ফিরে গিয়ে তিনি উল্লেখ করেন, “আসামে বাঙালি মুসলমান কৃষকদের জমির অধিকারের জন্য যে আন্দোলন তিনি শুরু করেছিলেন, আজও তা প্রাসঙ্গিক, কারণ আজও আসামের বাঙালি হিন্দু-মুসলমানরা দ্বিতীয় শ্রেণির নাগরিক হিসেবে বিবেচিত।”

নাহিদ ইসলাম ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থান, কৃষক-শ্রমিক আন্দোলন ও স্বাধীনতা সংগ্রামে মওলানা ভাসানীর অবদানের কথা স্মরণ করে বলেন, “আমরা ভাসানীর আদর্শ বুকে ধারণ করেই বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে চাই।

পদযাত্রা ও সমাবেশে আরও উপস্থিত ছিলেন—
👉 সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন
👉 সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা
👉 মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ
👉 মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম
👉 মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটোয়ারী
সহ আরও অনেক জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ।

No comments:

Post a Comment

Post Bottom Ad

© 2025 Peoples Bangla | All Rights Reserved.
×