ব্যাংকের ৮০% টাকা নিয়ে গেছে, পুনর্গঠনে ৩৫ বিলিয়ন লাগবে: অর্থ উপদেষ্টা - People’s Bangla

People’s Bangla

Voice of the People | জনতার কণ্ঠস্বর

সর্বশেষ

Home Top Ad

Post Top Ad

Saturday, July 26, 2025

ব্যাংকের ৮০% টাকা নিয়ে গেছে, পুনর্গঠনে ৩৫ বিলিয়ন লাগবে: অর্থ উপদেষ্টা

 

ব্যাংকের ৮০% টাকা নিয়ে গেছে, পুনর্গঠনে ৩৫ বিলিয়ন লাগবে: অর্থ উপদেষ্টা

🇧🇩 দেশে ভালো কোনো প্রতিষ্ঠান নেই: অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ

দেশে বর্তমানে কার্যকর কোনো ভালো প্রতিষ্ঠান নেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ও সাবেক বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ব্যাংক খাতের ৮০ শতাংশ অর্থই খোয়া গেছে, যা পুনর্গঠনে বিশাল অঙ্কের অর্থের প্রয়োজন হবে।

শনিবার (২০ জুলাই) রাজধানীর সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত একটি বই প্রকাশনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সেখানে প্রকাশিত হয় অর্থনীতিবিদ ড. হোসেন জিল্লুর রহমানের লেখা বই “অর্থনীতি, শাসন ও ক্ষমতা: যাপিত জীবনের আলেখ্য”


💬 ‘প্রতিষ্ঠান ভেঙে পড়েছে, মানুষ রয়ে গেছে’

প্রধান অতিথির বক্তব্যে সালেহউদ্দিন আহমেদ বলেন,

“দেশে ভালো কোনো প্রতিষ্ঠান এখন আর নেই। আইন লঙ্ঘিত হয়েছে, প্রক্রিয়াগুলো নষ্ট হয়ে গেছে। কিন্তু যারা এসব ঘটিয়েছে—তারা এখনো আছে, মানুষগুলো বদলায়নি।”

তিনি আরও বলেন, “অনেকে বলে, সব বাদ দিয়ে দাও। কিন্তু তা তো সম্ভব নয়। তাই এখন মাথায় হাত বুলিয়ে, আবার কখনো ধমক দিয়ে কাজ করাতে হচ্ছে।”


🏛️ সুশাসনের অভাব ও রাজনৈতিক সংস্কারের প্রয়োজন

সুশাসন প্রতিষ্ঠা কতটা কঠিন—সে বিষয়ে সাবেক গভর্নর বলেন,

“প্রধানমন্ত্রী, সংসদ সদস্যদের ক্ষমতার ওপর কোনো চেক অ্যান্ড ব্যালেন্স নেই। এই জায়গায় সংস্কার না হলে যত উদ্যোগই নেওয়া হোক, তাতে কোনো লাভ হবে না। রাজনৈতিক দলগুলোর মধ্যেও গভীর সংস্কার দরকার।”


💰 ব্যাংক খাতে বিপর্যয় ও আইএমএফ-এর সতর্কতা

অর্থনীতির সামগ্রিক চিত্র তুলে ধরে সালেহউদ্দিন আহমেদ বলেন,

“গত বছরের আগস্টে যখন এই সরকার দায়িত্ব নেয়, তখন দেখা গেছে এমন বিপর্যস্ত অর্থনীতি বিশ্বের আর কোথাও নেই।”

তিনি বলেন, “ব্যাংক খাতের ৮০ শতাংশ অর্থ চলে গেছে। আর আইএমএফ জানিয়েছে, ব্যাংক খাত পুনর্গঠনে ৩৫ বিলিয়ন ডলার প্রয়োজন হবে। যদিও তারা আগে বলেছিল ১৮ বিলিয়ন ডলার লাগবে। অর্থাৎ পরিস্থিতি আরও খারাপ হয়েছে।”

No comments:

Post a Comment

Post Bottom Ad

© 2025 Peoples Bangla | All Rights Reserved.
×