জাতীয় সরকার গঠন এবং নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়: চীনের রাষ্ট্রদূত - People’s Bangla

People’s Bangla

Voice of the People | জনতার কণ্ঠস্বর

সর্বশেষ

Home Top Ad

Post Top Ad

Tuesday, July 29, 2025

জাতীয় সরকার গঠন এবং নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়: চীনের রাষ্ট্রদূত

 

জাতীয় সরকার গঠন এবং নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়: চীনের রাষ্ট্রদূত

"বাংলাদেশের নির্বাচন ও সরকার গঠন অভ্যন্তরীণ বিষয়: চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন"

রিপোর্টার: পিপলস বাংলা ডেস্ক
তারিখ: ২৯ জুলাই ২০২৫

ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বাংলাদেশে জাতীয় সরকার গঠন কিংবা জাতীয় নির্বাচন কখন হবে, তা একান্তই দেশের অভ্যন্তরীণ বিষয়। তিনি বলেন, "বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার একটি অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন আয়োজন করবে—এ বিষয়ে চীন আশাবাদী।"

মঙ্গলবার (২৯ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘ডিক্যাব টক’-এ অংশ নিয়ে এসব মন্তব্য করেন তিনি।

বিএনপি ও জামায়াতের সঙ্গে চীনের সম্পর্ক প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ইয়াও ওয়েন বলেন, “চীন অতীতে কেন বিএনপি ও জামায়াতের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে পারেনি, সেটি সবার জানা।” তিনি আরও বলেন, “চীন সব সময় বাংলাদেশ সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে অগ্রাধিকার দিয়ে এসেছে।”

এ সময় মাইলস্টোনে চীনা যুদ্ধবিমানের দুর্ঘটনার বিষয়েও কথা বলেন রাষ্ট্রদূত। তিনি জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে চীন কাজ করছে এবং খুব শিগগিরই একটি কারিগরি বিশেষজ্ঞ দলের ঢাকা সফর নির্ধারিত হয়েছে।

রোহিঙ্গা প্রত্যাবাসন প্রসঙ্গে ইয়াও ওয়েন বলেন, “রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানোই একমাত্র স্থায়ী সমাধান। এ নিয়ে চীন বাংলাদেশ ও মিয়ানমার—দুই দেশের সঙ্গেই নিয়মিত যোগাযোগ রাখছে।” তবে রাখাইনের বর্তমান পরিস্থিতি অনুকূলে না থাকায় এখনই প্রত্যাবাসন সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিক্যাব সভাপতি এ কে এম মঈনুদ্দিন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মামুন।

No comments:

Post a Comment

Post Bottom Ad

© 2025 Peoples Bangla | All Rights Reserved.
×