সার সিন্ডিকেটে আওয়ামী ডিলাররা, কৃত্রিম সংকটে ভুগছে কৃষক - People’s Bangla

People’s Bangla

Voice of the People | জনতার কণ্ঠস্বর

সর্বশেষ

Home Top Ad

Post Top Ad

Thursday, July 31, 2025

সার সিন্ডিকেটে আওয়ামী ডিলাররা, কৃত্রিম সংকটে ভুগছে কৃষক

 

সার সিন্ডিকেটে আওয়ামী ডিলাররা, কৃত্রিম সংকটে ভুগছে কৃষক

সারের কৃত্রিম সংকট ও রাজনৈতিক ডিলার সিন্ডিকেট ভাঙতে মাঠে নেমেছে সরকার
📍 People’s Bangla | ৩১ জুলাই ২০২৫, বুধবার

প্রতি বছর আমন মৌসুম এলেই মাঠপর্যায়ে দেখা দেয় সারের কৃত্রিম সংকট। বছরের পর বছর ধরে কৃষকের এই দুর্ভোগের জন্য দায়ী একটি রাজনৈতিক ডিলার চক্র, যার অধিকাংশই ক্ষমতাসীন আওয়ামী লীগের আমলে নিয়োগপ্রাপ্ত।

📉 দাম বেশি, দুর্ভোগে কৃষক

সরকার নির্ধারিত মূল্যে সারের সুবিধা পাওয়ার কথা থাকলেও বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। সরকারি ডিলারদের কাছে সার মিলছে না, অথচ খুচরা বাজারে পাওয়া যাচ্ছে চড়া দামে। কৃষকের অভিযোগ, তারা বাধ্য হয়ে অতিরিক্ত অর্থ দিয়ে সার কিনছেন, যা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করছে প্রান্তিক চাষিদের।

চুয়াডাঙ্গা, গাইবান্ধা, নীলফামারী, রাজশাহী, মাগুরাসহ দেশের বিভিন্ন স্থানে সার মজুদের প্রমাণ মিলেছে। কোনো কোনো ডিলার পলাতক হলেও তাদের লাইসেন্সে এখনো বরাদ্দ দেওয়া হচ্ছে। একাধিক এলাকায় একই পরিবারের একাধিক সদস্যের নামেও ডিলারশিপ রয়েছে।

🏛️ আওয়ামী ঘরানার ডিলারদের প্রভাব

বিএডিসি ও বিসিআইসির অধীনে প্রায় ৭ হাজারের বেশি সার ডিলারের অধিকাংশই রাজনৈতিক বিবেচনায় নিয়োগ পেয়েছেন। ২০০৯ সালের পর থেকে অনেক এলাকায় আওয়ামী লীগ নেতাদের পরিবার বা অনুসারীরাই একচেটিয়া নিয়ন্ত্রণ করছে সার বাণিজ্য। অভিযোগ আছে, ডিলারশিপ নেওয়ার সময় স্থানীয় ইউনিয়নের ঠিকানা দেখালেও বাস্তবে ব্যবসা করছেন অন্যত্র, যার ফলে বাড়ছে পরিবহন খরচ ও দুর্ভোগ।

📊 নীতিমালা সংস্কারে সরকারের উদ্যোগ

এই পরিস্থিতি ভেঙে দিতে মাঠপর্যায়ে ডিলারদের তথ্য সংগ্রহ শুরু করেছে কৃষি মন্ত্রণালয়। নতুন করে ‘সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা ২০২৫’ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে জেলা প্রশাসকদের কাছে ডিলারদের তালিকা চাওয়া হয়েছে এবং ১০ আগস্টের মধ্যে উপজেলা ও জেলা মনিটরিং কমিটির মতামত পাঠাতে বলা হয়েছে।

💬 বিশেষজ্ঞদের পরামর্শ

কৃষি অর্থনীতিবিদ ড. জাহাঙ্গীর আলম খান বলেন, “রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে সার ব্যবস্থাপনাকে ডিজিটাল ট্র্যাকিং ও ভাউচারভিত্তিক করতে হবে।" অপরদিকে কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, “আগামীতে আর কোনো রাজনৈতিক বিবেচনায় ডিলারশিপ দেওয়া হবে না। পুরাতন অনিয়মে জড়িতদের বাদ দিয়ে যোগ্যদেরকেই নির্বাচিত করা হবে।”

সরকার আশ্বস্ত করেছে, নভেম্বর পর্যন্ত সার সংকট থাকবে না। তবে সঠিকভাবে নতুন নীতিমালা বাস্তবায়ন না হলে এই সংকট থেকে মুক্তি মিলবে না বলেই মনে করছেন বিশ্লেষকরা।

No comments:

Post a Comment

Post Bottom Ad

© 2025 Peoples Bangla | All Rights Reserved.
×