| দক্ষিণ আফ্রিকাকে ১২৮ রানেই গুঁড়িয়ে দিল বাংলাদেশ |
🇧🇩 ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত শুরু: দক্ষিণ আফ্রিকাকে গুঁড়িয়ে দিলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯
দিন কয়েক আগেই ওয়ানডে সিরিজ জয়ের পর এবার ত্রিদেশীয় সিরিজেও দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। প্রথম ম্যাচেই দক্ষিণ আফ্রিকাকে মাত্র ১২৮ রানে গুটিয়ে দিয়েছে আল ফাহাদ-রিজানরা।
হারারেতে টস জিতে ব্যাটিংয়ে নামে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল, কিন্তু বাংলাদেশি বোলারদের দাপটে একেবারেই যেন হারিয়ে যায় প্রোটিয়া ব্যাটিং লাইনআপ।
মাত্র ৩৪.৪ ওভারে অলআউট হয়ে যায় তারা। সর্বোচ্চ ২৮ রান আসে আরমান মানাকের ব্যাট থেকে। বাকিরা কেউই বলার মতো সংগ্রহ করতে পারেননি।
🎯 আল ফাহাদের আগুন ঝরা বোলিং
বাংলাদেশের তরুণ পেসার আল ফাহাদ একাই কাঁপিয়ে দেন প্রোটিয়া শিবির। মাত্র ৩২ রান খরচায় শিকার করেন ৪ উইকেট।
সঙ্গে ছিলেন রিজান হোসেন ও অন্যান্য বোলাররাও, যাদের সঠিক লাইন-লেন্থে বল করা আর ধারাবাহিক চাপেই দ্রুত ধসে পড়ে প্রতিপক্ষ।
🔥 প্রতিশোধ নয়, দাপট দেখালো টাইগার যুবারা
ওয়ানডে সিরিজে হারার পর এই ত্রিদেশীয় টুর্নামেন্ট ছিল প্রোটিয়া যুবাদের জন্য প্রতিশোধ নেওয়ার সুযোগ, কিন্তু বাংলাদেশ উল্টো প্রথম ম্যাচেই দাপট দেখিয়ে দিলো।
এতে করে সিরিজের বাকি ম্যাচগুলো আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হওয়ার আভাস দিচ্ছে।
No comments:
Post a Comment