| শিশু আছিয়ার পরিবারকে ঘর ও গাভী উপহার দিল জামায়াত |
আলোচিত শিশু আছিয়ার পাশে জামায়াতে ইসলামি: ঘর ও গাভী হস্তান্তর
মাগুরার শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামে আলোচিত শিশু আছিয়া খাতুনের পরিবারের পাশে দাঁড়াল জামায়াতে ইসলামী। অসুস্থ বাবার অসহায় সংসারে স্বস্তি ফেরাতে পাকা ঘর ও গাভী উপহার দিল দলটি।
বুধবার (৩০ জুলাই) বিকেলে আছিয়ার বাড়িতে আনুষ্ঠানিকভাবে ঘর এবং দুটি গাভী (দুটি বাছুরসহ) হস্তান্তর করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হুসাইন, মাগুরা জেলা জামায়াতের সাবেক আমির আলহাজ্ব আব্দুল মতিন এবং বর্তমান আমির অধ্যাপক এমবি বাকেরসহ অন্যান্য নেতারা।
মোবারক হুসাইন বলেন, "আছিয়ার পরিবারে উপার্জনক্ষম কেউ নেই। এমন প্রেক্ষাপটে দুটি দুধেল গাভী, একটি পাকা গোয়ালঘর, গরুর খাবার এবং প্রাথমিক চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে। আশা করছি, এই সহায়তা দিয়ে পরিবারটি আত্মনির্ভরশীল হয়ে উঠবে ইনশাআল্লাহ।"
আছিয়ার মা আয়েশা বেগম জামায়াত নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আমরা খুব কষ্টে ছিলাম। এখন ঘর পেয়েছি, গাভী পেয়েছি—এটা আমাদের জীবনে আশীর্বাদ।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনের প্রার্থী আব্দুল মতিন এবং মাগুরা-২ আসনের প্রার্থী অধ্যাপক এমবি বাকের।
No comments:
Post a Comment