বেঈমানি হবে না, শহীদদের স্বপ্ন বাস্তবায়িত হবে: তাজুল ইসলাম |
⚖️ শহীদদের স্বপ্ন বাস্তবায়নে কোনো আপোষ নয়: চীফ প্রসিকিউটর তাজুল ইসলাম
People’s Bangla ডেস্ক:
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চীফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন, শহীদদের রক্তের সঙ্গে কোনো বেঈমানি করা হবে না। তিনি বলেন, শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করবে এই জাতি—আমরা সবাই মিলে।
শনিবার বিকেলে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে’ আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।
চীফ প্রসিকিউটর বলেন—
“জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তারা কোনো ক্ষতিপূরণ নয়, বরং বৈষম্যবিহীন বাংলাদেশ গড়ার স্বপ্নে প্রাণ দিয়েছেন। শহীদ পরিবারের প্রতি অনুরোধ—আপনারা সাহায্যের জন্য কারও দ্বারস্থ হবেন না, আপোষ করবেন না। এটা আমাদের রাষ্ট্রীয় ও জাতিগত দায়িত্ব।”
তিনি আরও বলেন—
“গণহত্যার বিচার অত্যন্ত জটিল, তবুও মাত্র ছয় মাসের মধ্যেই আমরা তদন্ত প্রতিবেদন জমা দিয়েছি। আগামী ২৩ আগস্ট শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম সাক্ষ্য উপস্থাপন করা হবে এবং সেটি সরাসরি সম্প্রচারও করা হবে।”
বিচার প্রক্রিয়া নিয়ে পরিষ্কার বার্তা দিয়ে তাজুল ইসলাম বলেন—
“আওয়ামী লীগের মতো রাজনৈতিক প্রভাবাধীন ও কলঙ্কিত বিচার আমরা করব না। আমাদের প্রসিকিউশন টিম দুর্নীতিমুক্ত ও নিরপেক্ষ। কোটি টাকা দিয়েও কেউ এই টিমকে কিনতে পারবে না।”
No comments:
Post a Comment