| হাসিনা ভারতের সঙ্গে দাসত্বের চুক্তি করেছিল: শিক্ষা উপদেষ্টা |
"দাসত্বের চুক্তি করেছিল আগের সরকার" — সিলেটে শিক্ষা উপদেষ্টার অভিযোগ
সাবেক সরকারকে ফ্যাসিবাদী আখ্যা দিয়ে ভারতের সঙ্গে দাসত্বের চুক্তির অভিযোগ তুলেছেন জাতীয় শিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. চৌধুরী রফিকুল আবরার। তিনি বলেন, "গত ১৭ বছর আমরা আমাদের নাগরিকত্ব একটি ফ্যাসিবাদী সরকারের হাতে তুলে দিয়েছিলাম, যারা প্রতিবেশী দেশের সঙ্গে দাসত্বের চুক্তি করেছিল।" তবে জুলাইয়ের গণঅভ্যুত্থানের মাধ্যমে জাতি নতুনভাবে পুনর্জন্ম লাভ করেছে বলেও মন্তব্য করেন তিনি।
বুধবার (২৯ জুলাই) সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষা উপদেষ্টা।
"গণঅভ্যুত্থান আমাদের মুক্ত করেছে"
নবীনদের উদ্দেশ্যে তিনি বলেন, “এই দেশ গুম, খুন, আয়নাঘর ও বিচারহীনতার মধ্য দিয়ে চলছিল। ছাত্র-জনতার ঐক্যই এ অবস্থা থেকে পরিত্রাণ দিয়েছে। তোমরা দেশকে নতুন পথে নিয়ে গেছো।"
তিনি আরও বলেন, “বিগত ফ্যাসিস্ট শাসন যে দাসত্বের সংস্কৃতি চালু করেছিল, জাতি এখন তা থেকে মুক্ত।”
"পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো ধ্বংস হয়েছিল দলীয় নিয়োগে"
বিশ্ববিদ্যালয় শিক্ষকদের উদ্দেশ্যে শিক্ষা উপদেষ্টা বলেন, “গত ১৭ বছর পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো দলীয়ভাবে নিয়ন্ত্রিত হয়েছে। শিক্ষক ও কর্মকর্তাদের দলীয় পরিচয়ে নিয়োগ দিয়ে উচ্চশিক্ষা ধ্বংস করা হয়েছিল। এ সংস্কৃতি বদলাতে হবে। এখন মেধার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করতে হবে।”
অনুষ্ঠানে আরও যাঁরা ছিলেন
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদার।
প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বক্তব্য রাখেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, ট্রেজারার প্রফেসর ড. এ.টি.এম. মাহবুব-ই-ইলাহী।
এছাড়া উপস্থিত ছিলেন ডিন কাউন্সিলের আহ্বায়ক প্রফেসর ড. নজরুল ইসলাম, প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়ক প্রফেসর ড. কাওছার হোসেন, প্রক্টর প্রফেসর ড. জসিম উদ্দিন আহাম্মদ, রেজিস্ট্রার (অ.দা) প্রফেসর ড. আসাদ-উদ-দৌলা প্রমুখ।
No comments:
Post a Comment