| আইকনিক মসজিদ নির্মাণে ২৪৪ কোটি টাকা দেবে সৌদি সরকার |
সৌদি অর্থায়নে আইকনিক মসজিদ নির্মাণ শিগগিরই শুরু: ধর্ম উপদেষ্টা
People’s Bangla ডেস্ক:
বাংলাদেশে সৌদি অর্থায়নে ‘আইকনিক মসজিদ’ নির্মাণ কাজ খুব শিগগিরই শুরু হচ্ছে বলে জানিয়েছেন ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
রোববার সচিবালয়ে সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহ-এর সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
ধর্ম উপদেষ্টা বলেন, “ইতোমধ্যে কয়েকটি বিভাগ থেকে জমির প্রস্তাব পেয়েছি। অন্যান্য বিভাগের ক্ষেত্রেও কাজ এগিয়ে চলছে। জমি চূড়ান্ত হলেই দ্রুত নির্মাণ কাজ শুরু হবে।”
বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও হজ ব্যবস্থাপনার প্রশংসা
সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক, হজ ব্যবস্থাপনা, রেমিট্যান্স ও অন্যান্য সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
ধর্ম উপদেষ্টা বলেন,
“বাংলাদেশ ও সৌদি আরবের সম্পর্ক ঐতিহাসিকভাবে অত্যন্ত বন্ধুত্বপূর্ণ। প্রায় ৩২ লাখ বাংলাদেশি সৌদি আরবে কর্মরত, যারা দেশের অর্থনীতিতে বিশাল অবদান রাখছেন। একইসঙ্গে সৌদি সরকারের ‘ভিশন ২০৩০’ বাস্তবায়নেও ভূমিকা রাখছেন আমাদের প্রবাসীরা।”
চলতি বছরের সাবলীল ও সুশৃঙ্খল হজ ব্যবস্থাপনার জন্য তিনি সৌদি সরকার ও হজ ও ওমরাহ মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান।
মিনা-আরাফায় সুযোগ সুবিধা বৃদ্ধির অনুরোধ
আগামী হজ মৌসুমে আরও ভালো ব্যবস্থাপনার জন্য ধর্ম উপদেষ্টা বেশ কয়েকটি প্রস্তাব তুলে ধরেন, যার মধ্যে রয়েছে:
- মিনা, আরাফা ও মুজদালিফায় ওয়াশরুম সংখ্যা বৃদ্ধি
- পানি ও বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহ
- মিনার তাঁবুগুলোতে বিছানার আকার বাড়ানো
প্রযুক্তি ও ভাষা শিক্ষায় উদ্যোগ
সাক্ষাৎকালে আরও আলোচনা হয়:
- হজযাত্রীদের লাগেজ ব্যবস্থাপনায় RFID ট্যাগ সংযোজন
- ঢাকায় অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট স্থাপন
এ সময় উপস্থিত ছিলেন ধর্ম সচিব একেএম আফতাব হোসেন প্রামানিক এবং হজ অনুবিভাগের যুগ্মসচিব ড. মো. মঞ্জুরুল হক।
সৌদি রাষ্ট্রদূত আশ্বাস দেন, সকল প্রস্তাবনা নিজ দেশের সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে অবহিত করবেন। একইসঙ্গে বাংলাদেশের উন্নয়নে সৌদি সহায়তা আরও জোরদার করা হবে বলেও জানান তিনি।
No comments:
Post a Comment