| ২০০ জনের বেশি আফগান সেনা হত্যার দাবি পাকিস্তানের |
সীমান্তে সংঘর্ষে দুই শতাধিক তালেবান যোদ্ধা নিহত দাবি করেছে পাকিস্তান
ঢাকা প্রতিনিধি | পিপলস বাংলা নিউজ
সীমান্তে চলমান বিপুল সংঘর্ষে আফগানিস্তানের দুই শতাধিক তালেবান ও অন্যান্য যোদ্ধা নিহত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান। পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, সংঘর্ষে তালেবানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং অনেক সদস্য আহত হয়েছেন।
রোববার কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এই তথ্য জানিয়েছে।
পাকিস্তান সেনাবাহিনী জানায়, সীমান্ত জুড়ে তালেবান পোস্ট, ক্যাম্প, সদর দপ্তর এবং সন্ত্রাসীদের সহায়তা নেটওয়ার্ক ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এর পাশাপাশি পাকিস্তানি কর্মকর্তারা জানিয়েছেন, তোরখাম ও চামান সহ দুইটি প্রধান সীমান্তপথ বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া অন্তত তিনটি ছোট সীমান্তপথ— খারলাচি, আঙ্গুর আড্ডা এবং গুলাম খান—ও বন্ধ রাখা হয়েছে।
উল্লেখ্য, পাকিস্তানের নিষিদ্ধ রাজনৈতিক গোষ্ঠী তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) নেতাদের আফগানিস্তানে আশ্রয় প্রদানের অভিযোগে গত বৃহস্পতিবার মধ্যরাতে আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমান হামলা চালায় পাকিস্তান।
এরপর শনিবার রাতে আফগানিস্তানের সীমান্তবর্তী পাকিস্তানের আঙ্গুর আড্ডা, বাজাউর, কুররম, দির, চিত্রাল, বারামচাসহ আরও কয়েকটি এলাকায় আফগান সেনাবাহিনী হামলা চালিয়েছে।
No comments:
Post a Comment