| ‘এভাবে শিক্ষক পেটানো কোনো সভ্য রাষ্ট্রের চরিত্র না’, কড়া হুঁশিয়ারি হাসনাতের |
শিক্ষকদের ওপর হামলার ঘটনায় কড়া নিন্দা এনসিপির হাসনাত আব্দুল্লাহর
ঢাকা ডেস্ক | পিপলস বাংলা নিউজ
জাতীয় প্রেস ক্লাবের সামনে বাড়িভাড়া ভাতা ২০ শতাংশ বৃদ্ধি দাবিতে অবস্থান কর্মসূচি চলাকালে শিক্ষকদের ওপর হামলার ঘটনায় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ তীব্র নিন্দা জানিয়েছেন।
রবিবার বিকাল ৫টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষকদের পাশে অবস্থান জানানোর সময় তিনি বলেন, “রাস্তা দিয়ে শিক্ষককে মারতে ফেলা, এভাবে শিক্ষককে পেটানো কোনো সভ্য রাষ্ট্রের চরিত্র হতে পারে না। এমন কাজ কোনো সভ্য সরকারও করতে পারে না।”
হাসনাত আব্দুল্লাহ হামলাকারীদের অনতিবিলম্বে ক্ষমা চাওয়ার আহ্বান জানান এবং দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার হওয়া শিক্ষকদের মুক্তি দাবি করেন। তিনি বলেন, “যাদের আটক করা হয়েছে, তাদের সূর্য ডোবার আগে মুক্তি দিতে হবে এবং এই হীন কাজের জন্য ক্ষমা চাইতে হবে।”
শিক্ষকদের জীবনযাত্রা ও বেতন নিয়ে হতাশা প্রকাশ করে তিনি আরও বলেন, “আমাদের শিক্ষকরা দেশের তৃতীয়-চতুর্থ শ্রেণির নাগরিকদের মতো জীবনযাপন করছেন। অথচ তাদের কাছ থেকে প্রত্যাশা করা হয়, তারা প্রথম শ্রেণির নাগরিক তৈরি করে রাষ্ট্রকে উপহার দেবেন।”
তিনি উল্লেখ করেন, “শিক্ষকরা সমাজে আদর্শ মানুষ হিসেবে পরিচিত, সততার কারণে তাদের প্রশংসা করা হয়। কিন্তু মাস শেষে মাত্র ১২-১৫ হাজার টাকার বেতন পাওয়ার কারণে তাদের জীবনযাপন হয়ে যাচ্ছে মানবেতর। এ ধরনের ন্যায্য দাবিতে হামলা কাম্য নয়।”
No comments:
Post a Comment