| ভারতে প্রেমিকাকে বিয়ে করতে বাধা দেয়ায় দ্বিতীয় স্ত্রীকে পুড়িয়ে হত্যা |
বিহারে দ্বিতীয় স্ত্রীকে পুড়িয়ে হত্যা, প্রেমিকাকে বিয়ে করতে চেয়েছিলেন স্বামী
ভারতের বিহারে এক ভয়াবহ হত্যাকাণ্ড ঘটেছে। প্রেমিকাকে বিয়ে করতে চাওয়া এক ব্যক্তি তার দ্বিতীয় স্ত্রীকে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যা করেছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
শনিবার (১১ অক্টোবর) দুপুর ১টার দিকে এ ঘটনাটি ঘটে বিহারের নালন্দা জেলায়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, নিহত নারীর নাম সুনিতা দেবী, আর অভিযুক্ত স্বামীর নাম বিকাশ কুমার।
স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ঘটনার আগে সুনিতা ফোন করে তার ভাইকে জানান, বিকাশ তার ওপর পেট্রোল ঢেলে বাড়ির আঙিনায় আটকে রেখেছেন। পরে বিকাশ রান্নার গ্যাসের স্টোভের বাল্ব চালু করে তাতে আগুন ধরিয়ে দেন। ফোনে সুনিতা পরিবারের সদস্যদের বলেন, “আমি আর বাঁচব না।” এরপর তার ফোন বন্ধ পাওয়া যায়।
সুনিতার পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে দেখতে পান, বিকাশের পরিবার মরদেহ দাহ করার প্রস্তুতি নিচ্ছে। তবে তাদের উপস্থিতি টের পেয়ে বিকাশ ও তার পরিবারের সদস্যরা পালিয়ে যায়।
সুনিতার বাবা জানান, প্রায় পাঁচ বছর আগে মেয়ের বিয়ে হয় বিকাশ কুমারের সঙ্গে। বিয়ের পর তারা জানতে পারেন, বিকাশের আগে থেকেই এক স্ত্রী রয়েছে, যার সঙ্গে তার কোনো বিচ্ছেদ হয়নি। তবুও মেয়েকে বুঝিয়ে সংসার করতে রাজি করানো হয়। বিয়ের পর সুনিতা দুই সন্তানের জন্ম দেন, তবে তারা জন্মের কিছু পরই মারা যায়।
এরপর থেকেই বিকাশ তার প্রেমিকাকে বিয়ের কথা বলতে শুরু করেন। এ নিয়েই স্বামী-স্ত্রীর মধ্যে নিয়মিত ঝগড়া হতো। শেষ পর্যন্ত সুনিতা বাবার বাড়ি চলে যান। দুর্গাপূজার আগে বিকাশ তাকে ফেরানোর কথা বলে শ্বশুরবাড়িতে আনেন, আর ফেরার পরই ঘটে এ মর্মান্তিক ঘটনা।
নালন্দা থানার স্টেশন হাউস অফিসার (এসএইচও) অনিল কুমার পান্ডে জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে এবং ফরেনসিক টিম প্রমাণ সংগ্রহ করেছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে বিকাশ ও তার পরিবারের সদস্যরা বর্তমানে পলাতক।
No comments:
Post a Comment