| ভুয়া নিলামের কাগজে ভারতীয় বাসমতী চাল ও ফুচকা পাচারের চেষ্টা; গ্রেপ্তার তিন |
কসবায় আদালতের ভুয়া নিলাম দেখিয়ে ভারতীয় চাল-ফুচকা পাচার, ৩ জন গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আদালতের ভুয়া নিলামের কাগজপত্র তৈরি করে ভারত থেকে অবৈধভাবে আনা বাসমতী চাল ও ফুচকা পাচারের সময় একটি পিকআপ জব্দ করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শুক্রবার গভীর রাতে উপজেলার বায়েক ইউনিয়নের নয়নপুর বাজার এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় পিকআপভর্তি ১ হাজার ৯৮০ কেজি ভারতীয় বাসমতী চাল ও ৭০৫ কেজি ফুচকা জব্দ করা হয়। ঘটনাস্থল থেকে পাচারচক্রের তিন সদস্যকেও আটক করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন— কসবার নয়নপুরের রফিকুল ইসলামের ছেলে আল আমিন, কুটি জাজিয়ারার মৃত হিরন মিয়ার ছেলে মিশু এবং রানিয়ারার মৃত সোলেমান মিয়ার ছেলে মেহেদী হাসান।
শনিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আদালতের নিলামের জাল কাগজপত্র ব্যবহার করে শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় ৬৬ বস্তা বাসমতী চাল ও ৭০৫ কেজি ফুচকা পাচারের চেষ্টা করা হচ্ছিল।
ডিবি পুলিশ পিকআপটি জব্দ করে এবং চোরাকারবারী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করে। আটককৃত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় আট লাখ ৩৪ হাজার টাকা বলে জানায় পুলিশ।
No comments:
Post a Comment