| জুলাই সনদে সই করবেন বিএনপি ও জামায়াতের যেসব প্রতিনিধি |
‘জুলাই জাতীয় সনদ-২০২৫’ স্বাক্ষর অনুষ্ঠান ১৭ অক্টোবর
স্টাফ রিপোর্টার | পিপলস বাংলা নিউজ
চব্বিশের গণ-অভ্যুত্থানের পরবর্তী ‘জুলাই জাতীয় সনদ-২০২৫’ স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামী ১৭ অক্টোবর শুক্রবার। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিকেলে অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠান।
জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতিতে গণভোটের সময়সূচি নিয়ে মতবিরোধ থাকলেও, বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সনদে স্বাক্ষরের জন্য প্রস্তুতি নিয়েছে। সনদে কারা স্বাক্ষর করবেন, তা সংশ্লিষ্ট দলগুলো ইতিমধ্যেই ঠিক করেছে। তবে একাধিক নেতা জানিয়েছেন, তারা সনদের চূড়ান্ত কপি দেখে তারপরই স্বাক্ষরের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
দলের প্রস্তুতি ও স্বাক্ষরকারী নেতারা
বিএনপি সূত্র জানিয়েছে, দলটি সনদে স্বাক্ষরের জন্য প্রস্তুত। বিএনপির পক্ষে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ স্বাক্ষর করবেন। সালাহউদ্দিন আহমদ জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনায় বিএনপির নেতৃত্ব দিয়েছেন। অপরদিকে, গত ১৭ বছর রাজপথ আন্দোলনে দলের সাংগঠনিক বিষয় তদারকি করেছেন মহাসচিব মির্জা ফখরুল।
জামায়াতে ইসলামী পক্ষ থেকেও সনদে স্বাক্ষরের জন্য দুজন শীর্ষ নেতার নাম ঠিক করা হয়েছে। তারা হলেন—নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ইতিমধ্যেই ঐকমত্য কমিশনের আলোচনায় নেতৃত্ব দিয়েছেন তাহের, আর সনদের সই করবেন পরওয়ার।
জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে, জুলাই ঘোষণাপত্রে তাদের দাবিগুলো উপেক্ষিত হওয়ার অভিজ্ঞতা থেকে এবার তারা আরও সতর্ক। মিয়া গোলাম পরওয়ার সম্প্রতি গণমাধ্যমকে জানিয়েছেন, জুলাই সনদে কীভাবে ঐকমত্য ও ভিন্নমতগুলো স্থান পাচ্ছে, গণভোটের রূপ ও সময় কীভাবে নির্ধারিত হচ্ছে—এসব বিষয় জানার পরই তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
Kolkata FF is one of the most popular guessing games in Kolkata, known for its unique blend of luck and strategy. Every day, thousands of players participate, eagerly waiting for the results to test their fortune. It’s not just a game but a part of local culture and excitement. Many people enjoy analyzing previous results to improve their chances of winning. However, remember to play responsibly and treat it as entertainment. Kolkata FF truly keeps the spirit of fun alive in the city!
ReplyDelete