| পঞ্চগড়ে নেসকোর কর্মকর্তাদের কলিজা ছিঁড়ে ফেলার হুমকি সারজিসের |
বক্তব্যের সময় বিদ্যুৎ চলে যাওয়ায় ক্ষুব্ধ সারজিস আলম, নেসকো কর্মকর্তাদের কঠোর হুঁশিয়ারি
পঞ্চগড়ে বক্তব্য দেওয়ার সময় বিদ্যুৎ চলে যাওয়ায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। এ ঘটনায় তিনি সংশ্লিষ্ট বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।
শনিবার (১১ অক্টোবর) রাতে পঞ্চগড় জেলা শহরের শেরেবাংলা পার্ক-সংলগ্ন জুলাই স্মৃতিস্তম্ভে আয়োজিত চাঁদাবাজি ও বিভিন্ন অপকর্মবিরোধী লংমার্চের সমাপনী অনুষ্ঠানে এই ঘটনা ঘটে।
রাত সাড়ে ৯টার দিকে সারজিস আলম বক্তব্য দিচ্ছিলেন, এমন সময় হঠাৎ বিদ্যুৎ চলে যায়। এতে তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন এবং অভিযোগ করেন যে, পঞ্চগড়ে এনসিপির কর্মসূচি চলাকালে বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা আগেও ঘটেছে। তিন দিনের ধারাবাহিক কর্মসূচিতে এটি তৃতীয়বারের মতো ঘটল বলে তিনি দাবি করেন।
সারজিস আলম বলেন, “এর আগেও পঞ্চগড়ে এনসিপির প্রোগ্রাম চলাকালে বিদ্যুৎ গেছে। নেসকোর যে মালিক, তাকে এবং তার বাবাকেও জবাব দিতে হবে—প্রোগ্রাম চলাকালে এটা কেন হয়? এক দিন হইতো, দুই দিন হইতো, কিছু বলতাম না, কিন্তু তিন দিনের তিন দিনই এটা ঘটেছে।”
তিনি আরও বলেন, “এই ঘটনা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। যারা এটা করছে, তারা রাজনৈতিকভাবে দেউলিয়া। তাদের আমরা দেখে নেব। তাদের কলিজা কত বড় হইছে, তা আমরা বুঝে নেব।”
নিজের নাম উল্লেখ করে সারজিস আলম হুঁশিয়ারি দেন, “এরপর থেকে কোনো প্রতিষ্ঠান পঞ্চগড়ে যদি রাজনৈতিক পক্ষপাতমূলক আচরণ করে, ওই প্রতিষ্ঠান এই পঞ্চগড়ে থাকবে না। এটা আমার নিজের কমিটমেন্ট।”
এর আগে লংমার্চের শুরুতে তেঁতুলিয়া উপজেলার পথসভায় সারজিস আলম বলেন, “চাঁদাবাজ, দখলদার, সিন্ডিকেটকারী ও দুর্নীতিবাজদের আর ছাড় নেই। জনগণের রক্তচোষা এসব দানবদের হাত ভেঙে দিতে হবে। জনগণকেই তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।”
লংমার্চে অংশ নেন পঞ্চগড় জেলা এনসিপি ও জাতীয় যুবশক্তির কয়েকশ নেতা-কর্মী। পাঁচ শতাধিক মোটরসাইকেলের বিশাল বহরে উত্তরের রাজপথ ছিল সরব ও স্লোগানে মুখর।
No comments:
Post a Comment