| ফিলিস্তিনিদের মুক্তিতে রামাল্লায় আবেগঘন পরিবেশ |
ফিলিস্তিনি বন্দিদের মুক্তিতে আবেগঘন রামাল্লা
স্টাফ রিপোর্টার | পিপলস বাংলা নিউজ
ইসরাইলি বাহিনীর হেফাজতে থাকা ফিলিস্তিনি বন্দিদের মুক্তিতে রামাল্লায় আবেগঘন পরিবেশ তৈরি হয়েছে। দীর্ঘদিন পর প্রিয়জনকে কাছে পেয়ে বন্দিদের স্বজনরা আনন্দ-উল্লাসের সঙ্গে জড়িয়ে ধরেন, চিৎকার ও কান্নায় ভেঙে পড়েন।
সোমবার দুপুরে ইসরাইল থেকে মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের বহনকারী দু’টি বাস পশ্চিম তীরের রামাল্লায় পৌঁছায়।
হামাসের মাধ্যমে বন্দি মুক্তি
এর আগে হামাস, আন্তর্জাতিক যুদ্ধবিরতি চুক্তির আওতায়, ২০ জন ইসরাইলি জিম্মিকে মুক্তি দিয়েছে। আন্তর্জাতিক রেডক্রস কমিটির কাছে তাদের হস্তান্তর করা হয়।
শুক্রবার ইসরাইলি বিচার মন্ত্রণালয় মুক্তিপ্রাপ্ত বন্দিদের নাম প্রকাশ করে। আজ ভোর থেকে বন্দিদের পরিবার প্রিয়জনের মুক্তির জন্য অধীর অপেক্ষায় ছিলেন।
ইসরাইলি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে—পরিকল্পনা অনুযায়ী প্রায় ১০০ জন বন্দিকে পশ্চিম তীরে মুক্তি দেয়া হবে। বাকিদের গাজা বা মিশরে নির্বাসনের জন্য প্রেরণ করা হবে। অল্পসংখ্যক বন্দিকে পূর্ব জেরুজালেমে মুক্তি দেওয়া হবে।
মুক্তির পরের পরিস্থিতি
যুদ্ধবিরতি চুক্তির আওতায় ইসরাইলি কারাগারে থাকা ১,৯৫০ জন ফিলিস্তিনি ফেরত পাবেন। তাদের মধ্যে ২৫০ জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত, এবং ২২ জন শিশু রয়েছেন।
No comments:
Post a Comment