কোনো দুর্নীতিবাজ বিএনপির সদস্য হতে পারবে না : রিজভী - People’s Bangla

People’s Bangla

Voice of the People | জনতার কণ্ঠস্বর

সর্বশেষ

Home Top Ad

Post Top Ad

Sunday, October 12, 2025

কোনো দুর্নীতিবাজ বিএনপির সদস্য হতে পারবে না : রিজভী

কোনো দুর্নীতিবাজ বিএনপির সদস্য হতে পারবে না : রিজভী

দুর্নীতিবাজ-সন্ত্রাসীরা বিএনপির সদস্য হতে পারবে না: রুহুল কবির রিজভী

কোনো দুর্নীতিবাজ, সন্ত্রাসী, টেন্ডারবাজ বা চাঁদাবাজ বিএনপির সদস্য হতে পারবে না বলে জানিয়েছেন দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।

শনিবার (১১ অক্টোবর) দুপুরে গাজীপুরের রাজবাড়ি মাঠে বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও ফরম বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রিজভী আহমেদ বলেন, “বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল। তাই নম্র-ভদ্র ব্যক্তিত্ব, শিক্ষক, কৃষক, শ্রমিক, খেটে খাওয়া সাধারণ মানুষদের সদস্য করার নির্দেশনা রয়েছে। এই দলে অনেকেই যোগ দিতে চাইবে, তবে কোনো অনৈতিক ব্যক্তি দলের সদস্য হতে পারবে না।”

তিনি আরও বলেন, “১৯৮১ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করে বাংলাদেশের উন্নয়ন ও গণতন্ত্র ধ্বংস করা হয়েছিল। পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ সংগ্রামের মাধ্যমে দেশ যখন পুনরায় এগিয়ে যাচ্ছিল, তখন ২০০৯ সালে আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে মঈনউদ্দিন-ফখরুদ্দীন সরকার সেই অগ্রযাত্রাকে থামিয়ে দিয়ে বাংলাদেশকে ফ্যাসিবাদের হাতে তুলে দেয়।”

সরকারের সময়কালের গণমাধ্যম নিয়ন্ত্রণের সমালোচনা করে রিজভী বলেন, “গত ১৬ বছর শেখ হাসিনা গণমাধ্যমের কণ্ঠরোধ করে রেখেছিলেন। সত্য প্রকাশ করতে পারত না কোনো সংবাদমাধ্যম। অনেক সাংবাদিক বাধ্য হয়ে পেশা ছেড়ে দিয়েছিলেন— কেউ কেউ এমনকি বাইতুল মোকাররমের সামনে টুপি বিক্রি করেছেন শেখ হাসিনার অত্যাচারে।

অনুষ্ঠানে গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম মনজুরুল করিম রনির সঞ্চালনায় বক্তব্য দেন দলটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী ছায়েদুল আলম বাবুসহ বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

No comments:

Post a Comment

Post Bottom Ad

© 2025 Peoples Bangla | All Rights Reserved.
×