স্বতন্ত্রের জিতুর কাছে কত ভোটের ব্যবধানে হারলেন শিবিরের আদিব |
জাকসু ভিপি নির্বাচনে জিতু’র জয়, শিবির প্রার্থী আদিব পরাজিত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে জয় পেয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন প্যানেলের প্রার্থী আব্দুর রশিদ জিতু। তিনি শিবির সমর্থিত প্রার্থী আরিফ উল্লাহ আদিবকে ৯৪২ ভোটে হারিয়ে বিজয়ী হন।
শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৫টা ৪০ মিনিটে প্রধান নির্বাচন কমিশনার আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফলে দেখা যায়—
- জিতু পেয়েছেন ৩৩৩৪ ভোট
- আদিব পেয়েছেন ২৩৯২ ভোট
📌 ভোটের চিত্র
এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ১১,৭৪৩ জন। ২১টি হলে অনুষ্ঠিত ভোটে উপস্থিতি ছিল প্রায় ৬৮ শতাংশ।
📌 প্রেক্ষাপট
স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন প্যানেলের হয়ে ভিপি পদে লড়েন গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহ্বায়ক জিতু। অন্যদিকে, শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট থেকে লড়েন আদিব।
যদিও ভিপি পদে জিতু জয়লাভ করেন, তবে সম্পাদকীয় ১৯টি পদের মধ্যে ১৫টিতেই জয়ী হয়েছেন শিবির সমর্থিত প্রার্থীরা। এছাড়া কার্যকরী সদস্যের ৬ পদের মধ্যে ৫টিতেও জয় পেয়েছে প্যানেলটি।
No comments:
Post a Comment