| আমরা ভারতের বিরুদ্ধে নই, বর্তমান সরকারের বিরুদ্ধে |
শেখ হাসিনার মোদি প্রীতি জনগণকে অতিষ্ঠ করেছে: অলি আহমেদ
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি বীর বিক্রম ড. কর্নেল (অব.) অলি আহমেদ বলেছেন, শেখ হাসিনার মোদি প্রীতি এ দেশের জনগণকে অতিষ্ঠ করে তুলেছে। মোদি কখনো বাংলাদেশের কল্যাণ চাননি। তাই আমরা ভারতের হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে নই, ভারতীয় জনগণের বিরুদ্ধেও নই। তবে বর্তমানে ভারতে যে সরকার আছে, তাদের বিরুদ্ধেই আমাদের অবস্থান। একইসঙ্গে যারা ভারতের দালালি করবে, তাদের বিরুদ্ধেও অবস্থান নিতে হবে।
রোববার বিকেলে কুমিল্লার চান্দিনায় উপজেলা এলডিপি’র ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন তিনি।
অলি আহমেদ আরও বলেন, এস আলম বর্তমানে বাংলাদেশের এক-তৃতীয়াংশ সম্পদের মালিক। এস আলম তৈরি হয়েছে স্বৈরাচারী শেখ হাসিনার আশীর্বাদে। তিনি দেশের অর্থনীতিকে ধ্বংস করে গেছেন। হাতে গোনা কয়েকজন ব্যক্তির কাছে বাংলাদেশের অর্ধেক সম্পদ বন্দি রয়েছে। শেখ হাসিনা তার পোষ্য লোকদের হাজার হাজার কোটি টাকার মালিক বানিয়েছেন। আর এসবই সম্ভব হয়েছে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কারণে।
No comments:
Post a Comment