| বিএনপি-জামায়াত ভাগ-বাটোয়ারা করে প্রশাসন দখল করেছে: তথ্য উপদেষ্টা |
মাহফুজ আলম: গণমাধ্যমকে জাতীয় স্বার্থের আগে ব্যবসায়িক স্বার্থ নয় মানতে হবে
অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, “৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর বিএনপি ও জামায়াত ভাগ-বাটোয়ারা করে প্রশাসন দখল করেছে। এর পাশাপাশি, গণমাধ্যম এখনও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় কাজ করছে।”
রোববার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘গণমাধ্যমের স্বনিয়ন্ত্রণ ও অভিযোগ ব্যবস্থাপনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব মন্তব্য করেন।
মাহফুজ আলম বলেন, “গণমাধ্যমকে সব গোষ্ঠী স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে হবে। তবে সবকিছু রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা ও ঐকমত্যের ওপর নির্ভর করছে।”
তিনি আরও বলেন, “সিভিল-মিলিটারি আমলাতন্ত্রকে ফ্যাসিস্ট মুক্ত না করে মিডিয়াকে ফ্যাসিস্টমুক্ত করা সম্ভব নয়। রাজনৈতিক দলগুলোকে মত প্রকাশের স্বাধীনতায় বাধা না দেওয়ারও আহ্বান জানাই।”
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের প্রসঙ্গ তুলে মাহফুজ আলম বলেন, “গত জুন মাসের লন্ডন বৈঠকের পর দেশের রাজনৈতিক ল্যান্ডস্কেপ একদিকে চলে গেছে। গত এক মাসে মিডিয়া পাড়াসহ বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছিল ছাত্র উপদেষ্টারা পদত্যাগ করবেন। এরপর থেকে তারা মন্ত্রণালয়ে কাজের প্রতি ধীরগতি দেখাচ্ছেন।”
তিনি আরও বলেন, “সরকার যেকোনো সময় চলে যেতে পারে। তবে সাংবাদিকতা সুরক্ষা আইন কার্যকর হবে, এটি নিশ্চিত করে বলতে পারি। আমলারা কাজের গতি ধীর করে দিয়েছে এবং পরবর্তী সরকারের জন্য বসে আছেন।”
উপদেষ্টা মাহফুজ আলম উল্লেখ করেন, “শেখ হাসিনা ১০ টাকা কেজিতে চাল খাওয়াবে বলে একজন সচিব ছয় মাস ধরে চাল মজুদ করে রেখেছিলেন।”
No comments:
Post a Comment