হেলিকপ্টারের দড়িতে ঝুলে পালান নেপালের ‘মন্ত্রীরা’ - People’s Bangla

People’s Bangla

Voice of the People | জনতার কণ্ঠস্বর

সর্বশেষ

Home Top Ad

Post Top Ad

Thursday, September 11, 2025

হেলিকপ্টারের দড়িতে ঝুলে পালান নেপালের ‘মন্ত্রীরা’

হেলিকপ্টারের দড়িতে ঝুলে পালান নেপালের ‘মন্ত্রীরা’

📰 নেপালে জেন-জি নেতৃত্বে সরকারবিরোধী বিক্ষোভ: মন্ত্রী-এমপিদের উপর হামলা, হেলিকপ্টারে ঝুলে পালালেন কর্মকর্তারা

নেপালে জেন-জি প্রজন্মের নেতৃত্বে শুরু হওয়া সরকারবিরোধী আন্দোলন ভয়াবহ রূপ নিয়েছে। বিক্ষোভকারীদের আক্রমণের শিকার হয়েছেন একাধিক মন্ত্রী, এমপি ও সাবেক প্রধানমন্ত্রী। এমনকি সেনাবাহিনীর হেলিকপ্টারের দড়ি আঁকড়ে ধরে ঝুলতে ঝুলতে পালাতে হয়েছে কয়েকজন মন্ত্রী ও তাদের পরিবারকে।

📹 সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে—

  • অর্থমন্ত্রী বিষ্ণু পাউডেলকে কাঠমাণ্ডুর রাস্তায় ধাওয়া করে বিক্ষোভকারীরা লাথি মারছেন।
  • পররাষ্ট্রমন্ত্রী আরজু রানা দেউবা ও তার স্বামী, সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবার বাসায় ঢুকে তাদের আক্রমণ করছে উত্তেজিত জনতা।
  • শের বাহাদুর দেউবাকে রক্তাক্ত অবস্থায় মাটিতে বসে থাকতে দেখা যায়, পরে সেনারা গিয়ে তাকে উদ্ধার করে।
  • সামরিক বাহিনীর হেলিকপ্টার থেকে কয়েকজন মন্ত্রী ও তাদের পরিবারকে দড়ি আঁকড়ে বিপজ্জনকভাবে ঝুলতে ঝুলতে পালাতে দেখা গেছে।

🔥 মঙ্গলবার উত্তাল জনতা রাজধানী কাঠমাণ্ডুসহ বিভিন্ন এলাকায় সরকারি কর্মকর্তাদের বাসভবন ও পার্লামেন্ট ভবনে অগ্নিসংযোগ করে।

📌 পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করতে বাধ্য হন। সেনাবাহিনীর হাতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্ব দিয়ে দেশ ছাড়েন তিনি। বর্তমানে নেপালে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে।

No comments:

Post a Comment

Post Bottom Ad

© 2025 Peoples Bangla | All Rights Reserved.
×