ডাকসু নির্বাচনে স্বামী-স্ত্রীর জয় |
📰 ডাকসু নির্বাচনে নজিরবিহীন ঘটনা: একইসঙ্গে জয়ী স্বামী-স্ত্রী
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এবার ইতিহাস গড়লেন এক দম্পতি। ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থী হিসেবে অংশ নিয়ে রায়হান উদ্দীন ও উম্মে ছালমা একইসঙ্গে জয়ী হয়েছেন। ডাকসুর ইতিহাসে এর আগে স্বামী-স্ত্রী একসঙ্গে প্রার্থী হয়ে বিজয়ী হওয়ার ঘটনা ঘটেনি।
নির্বাচনী ফলাফল
- রায়হান উদ্দীন কার্যকরী সদস্য পদে পেয়েছেন ৫,০৮২ ভোট
- উম্মে ছালমা কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে পেয়েছেন ৯,৯২০ ভোট
প্রতিক্রিয়া
জয়ের পর এই দম্পতি বলেন—
“আমরা আল্লাহর কাছে শোকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। আমরা কোনো উদযাপন করতে চাই না। আমাদের কার্যক্রমই হবে উদযাপন। এটিকে আমরা অর্জন মনে করি না। অর্জন হবে সেদিনই, যেদিন দায়িত্ব শেষে শিক্ষার্থীরা বলবে—‘তোমরা ভালো কাজ করেছো’। সেটাই হবে আমাদের প্রকৃত উদযাপন।”
No comments:
Post a Comment