পরাজয় বরণ করার সাহসী মনোভাব ছাত্রদলের নেই: ভিপি প্রার্থী জিতু |
📰 ছাত্রদলের নির্বাচন বর্জন শিক্ষার্থীরা ভালোভাবে নেয়নি: জিতু
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ছাত্রদলের নির্বাচন বর্জনের সমালোচনা করেছেন স্বতন্ত্র প্যানেলের ভাইস প্রেসিডেন্ট (ভিপি) প্রার্থী আব্দুর রশিদ জিতু।
বৃহস্পতিবার বিকেলে তিনি বলেন, “পরাজয় বরণ করার সাহসী মনোভাব ছাত্রদলের নেই। ভিত্তিহীন অভিযোগ তুলে কথায় কথায় নির্বাচন বর্জন করা নির্বাচনি পরিবেশ ব্যাহত করছে। শিক্ষার্থীরাও বিষয়টি ভালোভাবে নিচ্ছে না।”
🗣️ জিতু আরও বলেন,
“জাকসু নির্বাচনে ভোট বর্জন ছাত্রদলের নিজস্ব সিদ্ধান্ত। কিন্তু জয়-পরাজয় যাই হোক, আমরা তা মেনে নেব।”
📌 এর আগে সকাল ৯টায় জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলে।
➡️ এ নির্বাচনে ২৫টি পদের বিপরীতে লড়ছেন ১৭৯ জন প্রার্থী।
➡️ বিশ্ববিদ্যালয়ের ১১টি ছাত্র হল ও ১০টি ছাত্রী হলে মোট ৩১৫টি পদে লড়ছেন ৪৬৭ জন প্রার্থী।
➡️ ভোটার সংখ্যা ১১,৯১৯ জন— এর মধ্যে ৬,১০২ জন ছাত্র ও ৫,৮১৭ জন ছাত্রী।
No comments:
Post a Comment