শিক্ষিকাকে হারিয়ে জাবির চারুকলা বিভাগে শোকের ছায়া |
জাবি চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌসের মৃত্যুতে শোকের ছায়া
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস মৌমিতার মৃত্যুতে পুরো বিভাগজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। তিনি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনার দায়িত্ব পালন করতে গিয়ে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ভোট গণনার কাজে অংশ নিতে এসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। সকাল ৮টা ১৫ মিনিটের দিকে জ্ঞান হারালে দ্রুত তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জান্নাতুল ফেরদৌস মৌমিতা চারুকলা বিভাগের একজন নিবেদিতপ্রাণ শিক্ষক হিসেবে সহকর্মী ও শিক্ষার্থীদের কাছে সমানভাবে পরিচিত ছিলেন। তাঁর হঠাৎ মৃত্যুতে সহকর্মী, শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় পরিবার গভীরভাবে শোকাহত।
চারুকলা বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক শামীম রেজা বলেন, “ভোট গণনার দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে পড়লে আমরা দ্রুত হাসপাতালে নিয়ে যাই। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সহকর্মীর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।”
জান্নাতুল ফেরদৌসের জানাজা বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হবে।
No comments:
Post a Comment