ছাত্রীদের ওড়না ছাড়া সেজে আসতে বললেন অধ্যক্ষ |
নওগাঁ সরকারি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের মানববন্ধন, অশ্লীল বার্তা ও অনিয়মের অভিযোগ
নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক সামসুল হক এর বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও নারী শিক্ষার্থীদের অশ্লীল বার্তা পাঠানোর অভিযোগ নিয়ে শিক্ষার্থীরা অভিনব কায়দায় প্রতিবাদ জানিয়েছে।
রোববার কলেজ গেটে শিক্ষার্থীরা অধ্যক্ষের ফেসবুক মেসেঞ্জারে পাঠানো অশ্লীল মেসেজের স্ক্রিনশট প্রিন্ট করে প্রদর্শন করেন এবং অধ্যক্ষের শাস্তি দাবিতে মানববন্ধন আয়োজন করেন। কলেজ চত্বরে শিক্ষার্থী, জুলাইযোদ্ধা সংসদ ও আহত ও শহীদ পরিবারের ব্যানারে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি চলে।
অভিযোগের বিষয়বস্তু
- অধ্যক্ষ নারী শিক্ষার্থীদের ফেসবুক মেসেঞ্জারে আপত্তিকর বার্তা পাঠানোর অভিযোগে অভিযুক্ত।
- শিক্ষার্থীদের ওড়না ছাড়া ছবি দেখার দাবি করার মতো অশোভন আচরণ।
- কলেজে ভর্তিসহ অন্যান্য অজুহাতে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি নেওয়া।
- প্রতিবাদ করলে কলেজ প্রশাসনের মাধ্যমে শিক্ষার্থীদের হুমকি বা মারধরের অভিযোগ।
মানববন্ধনে উপস্থিত ও বক্তব্য প্রদানকারী
- মিজানুর রহমান – নওগাঁ জেলা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট সভাপতি
- আরমান হোসেন – বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রপ্রতিনিধি
- সাদনান সাকিব – শিক্ষার্থী
- কাজী লুলুন মাখমিম – শহীদ ফাহমিনের মা ও শিল্পী
- জুনায়েদ হোসেন জুন – কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক
- গোলাম রসুল – শিক্ষার্থীর বাবা
বক্তারা বলেন, অধ্যক্ষের এই আচরণ শিক্ষার্থীদের নিরাপত্তা ও শিক্ষার পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে। তাই শিক্ষার্থীরা অধ্যক্ষের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ এবং কলেজে শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।
অধ্যক্ষের মন্তব্য
অভিযোগ জানতে অধ্যক্ষের মোবাইলে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি এবং কলেজে গিয়েও তাকে পাওয়া যায়নি।
No comments:
Post a Comment