শেষ পর্যন্ত নির্বাচনে থাকার ঘোষণা জাবি শিবিরের |
📰 জাকসু নির্বাচন: ভোটের ফল যাই হোক নির্বাচনে থাকার ঘোষণা ছাত্রশিবির প্রার্থী মাজহারুল ইসলাম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ভোটের ফলাফল যাই হোক শেষ পর্যন্ত মাঠে থাকার ঘোষণা দিয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী মাজহারুল ইসলাম।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে তিনি বলেন,
“ভোট বর্জন করা ছাত্রদলের গণতান্ত্রিক অধিকার। তারা সেটা করতেই পারে। তবে শেষ পর্যন্ত আমরা নির্বাচনে থাকবো।”
এর আগে নানা অভিযোগ তুলে জাকসু ও হল সংসদ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে ছাত্রদল। দুপুর সাড়ে ৩টার দিকে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী শেখ সাদী হাসান।
আজ সকাল ৯টায় জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৫টা পর্যন্ত। এ নির্বাচনে ২৫ পদের বিপরীতে লড়ছেন ১৭৯ জন প্রার্থী।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের ১১টি ছাত্র হল ও ১০টি ছাত্রী হলের ৩১৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৬৭ জন প্রার্থী। মোট ভোটার ১১ হাজার ৯১৯ জন, এর মধ্যে ছাত্র ৬ হাজার ১০২ এবং ছাত্রী ৫ হাজার ৮১৭।
No comments:
Post a Comment