ফরিদপুর থেকে নিখোঁজ মাদ্রাসা ছাত্র স্বাধীনের সন্ধান চায় পরিবার |
ফরিদপুরে ১১ দিনেও নিখোঁজ মাদ্রাসা ছাত্র ইকবাল স্বাধীনের খোঁজ নেই
ফরিদপুরের আটরশি চন্দ্রপাড়া থেকে নিখোঁজ হওয়া ১১ বছর বয়সী মাদ্রাসা ছাত্র ইকবাল হোসেন স্বাধীনের কোনো খোঁজ মেলেনি দীর্ঘ ৯ দিনেও। সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ মা ও স্বজনদের আহাজারিতে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।
পারিবারিক সূত্রে জানা গেছে, স্বাধীনের বাবার বাড়ি কুমিল্লা জেলায় হলেও পরিবারটি রাজধানীর মিরপুরে বসবাস করে। তবে শৈশব থেকে তার বেড়ে ওঠা ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের রসুলপুর গ্রামে নানাবাড়িতে। তার বাবার নাম আপন মিয়া এবং মায়ের নাম পপি আক্তার।
নিখোঁজের বিষয়ে স্বাধীনের নানি জমিলা বেগম বলেন, “আমার নাতি ৯ দিন ধরে নিখোঁজ। আমরা বিভিন্ন জায়গায় খুঁজেছি, কিন্তু কোনো খোঁজ পাইনি। স্বাধীন খুব মেধাবী ও শান্ত স্বভাবের ছেলে। তাকে ফিরে পেতে সবার সহযোগিতা চাই।”
তিনি আরও জানান, স্বাধীনের বাবা ফরিদপুরের আটরশি দরবার শরীফের মুরিদ হওয়ায় প্রায় দেড় বছর আগে তাকে ওই মাদ্রাসায় ভর্তি করানো হয়। নিখোঁজ হওয়ার পর মাদ্রাসা কর্তৃপক্ষ ফরিদপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে। পুলিশ ও পরিবার উভয়ই খোঁজাখুঁজি অব্যাহত রেখেছে।
যদি কেউ স্বাধীনের সন্ধান পান, তবে নিচের নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে:
📞 01306-352018
📞 01984-112116
No comments:
Post a Comment