| নতুন করে দেশ গড়তে নানান পরিকল্পনা করছেন তারেক রহমান |
২৪-এর বিপ্লবের পর দেশ গঠনে তারেক রহমানের পরিকল্পনা: হুমায়ুন কবীর
২৪-এর বিপ্লবের পরবর্তী বাংলাদেশকে নতুন করে গড়ে তুলতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নানান পরিকল্পনা করছেন বলে জানিয়েছেন তার পররাষ্ট্র উপদেষ্টা ও দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবীর।
রোববার রাতে নিউইয়র্কের এষ্টোরিয়াতে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আব্দুল লতিফ সম্রাট, গিয়াস আহমেদ, জিল্লুর রহমান জিল্লুর, ওলিউল্লাহ আতিকুর রহমান, দেওয়ান কাউসার, শরীফুল খালিশদার, সৈয়দ এনাম আহমেদ, শাহবাজ আহমেদ, সেবুল খান মেহবুব, বশির উদ্দীন, সরওয়ার হোসেন, মোহাম্মদ আলী রাজা ও মিজানুর রহমান।
ইলিয়াস আলীর সন্ধান দাবি
সভায় বক্তারা বিএনপির নেতা ইলিয়াস আলীর সন্ধানের তাগিদ দেন। এ বিষয়ে হুমায়ুন কবীর প্রত্যয় ব্যক্ত করে বলেন, “আমরা ইলিয়াস আলীর সন্ধান পেতে দৃঢ়ভাবে কাজ করছি।”
তারেক রহমানের আধুনিক ভিশন
হুমায়ুন কবীর বলেন, দেশের আগামী প্রজন্মের উপযোগী করে রাষ্ট্রকে গড়ে তুলতে তারেক রহমানের আধুনিক ভিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, “তরুণদের চাহিদাকে গুরুত্ব দিয়েই আমাদের রাজনীতি করতে হবে। আমরা যে যেখানেই থাকি, দেশের জন্য কাজ করতে হবে।”
No comments:
Post a Comment