বিএনপির কমিটিতে মহিলা লীগ নেত্রী ও যুবলীগ নেতা - People’s Bangla

People’s Bangla

Voice of the People | জনতার কণ্ঠস্বর

সর্বশেষ

Home Top Ad

Post Top Ad

Sunday, September 28, 2025

বিএনপির কমিটিতে মহিলা লীগ নেত্রী ও যুবলীগ নেতা

বিএনপির কমিটিতে মহিলা লীগ নেত্রী ও যুবলীগ নেতা

ফেনীর ফুলগাজী উপজেলা বিএনপির ছয়টি ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে একটিতে দলীয় চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ১ নম্বর সদস্য রাখা হয়েছে। অপর একটিতে জুলাই আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা মামলার এজাহারভুক্ত যুবলীগ নেতা এবং আরেকটিতে এক মহিলা লীগ নেত্রীর নাম অন্তর্ভুক্ত হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, উপজেলার আওতাধীন ছয়টি ইউনিয়নে ১০ সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদ ও ৭১ সদস্যবিশিষ্ট কার্যকরী পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে স্থানীয় বিএনপি। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে আনুষ্ঠানিকভাবে এ কমিটি ঘোষণা করা হয়। এর আগে ২২ সেপ্টেম্বর আহ্বায়ক ফখরুল আলম স্বপন ও সদস্য সচিব আবুল হোসেন ভূঁইয়ার সই করা বিজ্ঞপ্তিতে অনুমোদন দেয়া হয়।

ফুলগাজী সদর ইউনিয়নের কমিটিতে সভাপতি করা হয়েছে মনির আহম্মদকে এবং সাধারণ সম্পাদক করা হয়েছে মো. ইয়াছিন মাহমুদ মজুমদারকে। এ কমিটির ১ নম্বর সদস্য হিসেবে রাখা হয়েছে বেগম খালেদা জিয়াকে।

দরবারপুর ইউনিয়নের কমিটিতে সভাপতি ফজলুল হক চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. ছাইফ উদ্দিন চৌধুরী বাবলুর নেতৃত্বে ৪৬ নম্বর সদস্য পদে রাখা হয়েছে ওই ইউনিয়ন যুবলীগ নেতা মো. হামিদুল্লাহকে। তিনি জুলাই আন্দোলনে হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত আসামি।

এছাড়া মুন্সিরহাট ইউনিয়নের ঘোষিত কমিটিতে মহিলা বিষয়ক সম্পাদক পদে থাকা বিবি মরিয়মের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তিনি মহিলা লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এবং বিনা ভোটে স্থানীয় ইউপি সদস্য হয়েছিলেন। তার আওয়ামী লীগ নেতাদের সঙ্গে তোলা ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

এদিকে আনন্দপুর, আমজাদহাট ও জিএমহাট ইউনিয়নের কমিটিও ঘোষণা করা হয়েছে। তবে দরবারপুর ও মুন্সিরহাট ইউনিয়নের বিতর্কিত নামগুলো ঘিরে স্থানীয় সমর্থকরা সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করছেন।

এক সমর্থক লিখেছেন—“যুবলীগের সদস্য হামিদুল্লাহ এখন বিএনপি'র কমিটির সদস্য! যিনি ছাত্রহত্যা মামলার আসামি, কিভাবে বিএনপির সদস্য হলেন?” অন্যদিকে মরিয়ম মেম্বারের নৌকা প্রতীকের প্রচারণার ছবি পোস্ট করে সমালোচনা চলছে।

বিতর্কিত এসব অন্তর্ভুক্তি প্রসঙ্গে উপজেলা আহ্বায়ক ফখরুল আলম স্বপন বলেন, “হামিদুল্লাহ আগেও বিএনপি করতেন, পরে নাম ছাপে পড়ে যুবলীগের কমিটিতে গিয়েছিল। এখন আবার বিএনপিতে ফিরেছে। মামলার বিষয়টি সঠিক নয়।” একইভাবে মরিয়ম মেম্বারকেও তিনি নিজেদের লোক বলে দাবি করেন।

No comments:

Post a Comment

Post Bottom Ad

© 2025 Peoples Bangla | All Rights Reserved.
×