| ধর্ম আলাদা হলেও আমাদের জাতিসত্তা এক: রিজভী |
রুহুল কবির রিজভী: ধর্ম ভিন্ন হলেও জাতিসত্তা আমাদের এক
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ধর্ম আলাদা হলেও আমাদের জাতিসত্তা এক। রোববার রাজধানীর রমনা কালী মন্দিরে দুর্গাপূজা পরিদর্শনের পর তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, “বিএনপির পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা। কোনো সম্প্রদায় যখন অন্যদের সাথে বসবাস করে, তখন তাদের বড় উৎসব সবার উৎসবে পরিণত হয়। উৎসব কখনো বিভাজন করে না; বরং মানুষে মানুষে সৌহার্দ্যের বার্তা দেয়।”
তিনি আরও বলেন, “ধর্ম আলাদা হলেও আমাদের জাতিসত্তা এক। রবীন্দ্রনাথ, নজরুল, লালন আমাদের সবার। সেখানে কোনো ধর্মের দেয়াল নেই। ক্ষমতার জন্য বিভাজন সৃষ্টি করেছিলেন শেখ হাসিনা। তবে আমাদের মাঝে কোনো বিভাজন নেই। এটাই বাংলাদেশের সৌন্দর্য। সব ধর্মের মানুষ একসাথে কাজ করছে বলেই সব ষড়যন্ত্র নস্যাৎ করা যাচ্ছে।”
রিজভী সতর্ক করে বলেন, “নানা ষড়যন্ত্র এখনও চলছে। প্রত্যন্ত এলাকায় অস্থির পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হচ্ছে। পূজার সময়কেই তারা কাজে লাগাতে চাচ্ছে। এগুলো বিচ্ছিন্ন ঘটনা নয়, বহু আগে থেকেই এই মদদ দেওয়া হচ্ছে। দেশের এক ইঞ্চি জমির প্রতি যদি কেউ কু-নজর দেয়, তবে তার চোখ ফুটো করে দেওয়া হবে। এই দেশে হিন্দু-মুসলিমে কোনো বিভেদ নেই। আমাদের খাবার, পোশাক, চিন্তা—সব এক।”
No comments:
Post a Comment