| ফের ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা |
পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে ইরানের ওপর জাতিসংঘ আবারও সামরিক ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে। প্রায় এক দশক আগে একটি চুক্তির মাধ্যমে এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছিল।
শনিবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে। আগামী সোমবার থেকে নিষেধাজ্ঞা কার্যকর হবে।
ইরান ইতোমধ্যে জার্মানি, ফ্রান্স ও ব্রিটেনে নিযুক্ত রাষ্ট্রদূতদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছে। এর আগে গত মাসে এই তিন দেশ জাতিসংঘকে চিঠি দিয়ে অভিযোগ জানায়, ইরান পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থ হয়েছে। তখন কূটনৈতিক সমাধানের জন্য ৩০ দিন সময়ও দেওয়া হয়েছিল।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, “স্ন্যাপব্যাক প্রক্রিয়ার মাধ্যমে ইরানের ওপর ইতোমধ্যে প্রত্যাহার করা নিষেধাজ্ঞা পুনর্বহাল অনৈতিক ও অবৈধ।”
রাশিয়া ও চীন নিষেধাজ্ঞা ছয় মাস বিলম্বিত করার প্রস্তাব দিলেও সেটি ১৫ সদস্যের মধ্যে মাত্র চার ভোট পায়। ফলে রোববার মধ্যরাত থেকেই নতুন নিষেধাজ্ঞা কার্যকর হবে।
প্রসঙ্গত, ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ‘যৌথ বিস্তৃত কর্মপরিকল্পনা (জেসিপিওএ)’ থেকে বেরিয়ে যাওয়ার পর ইরান তার পারমাণবিক কর্মসূচি জোরদার করে। চলতি বছরের জুনে ইসরাইল ও যুক্তরাষ্ট্র ইরানের কয়েকটি সামরিক ঘাঁটি ও পারমাণবিক স্থাপনায় হামলা চালালে তেহরান আন্তর্জাতিক আণবিক সংস্থার পরিদর্শকদের প্রবেশ বন্ধ করে দেয়। এতে নতুন কোনো চুক্তির প্রচেষ্টা ব্যর্থ হয়। এর পরই নতুন করে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেয় জাতিসংঘ।
No comments:
Post a Comment