ডাকসু নির্বাচন জাতির জন্য একটি আশার আলো : চরমোনাই পীর |
📰 চরমোনাই পীর মুফতি মুহাম্মাদ রেজাউল করীম ডাকসুর নতুন নেতৃত্বকে অভিনন্দন
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিজয়ী নতুন নেতৃত্বকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে চরমোনাই পীর বলেন, “বাংলাদেশ দীর্ঘদিন ধরে নির্বাচনী সংস্কৃতি থেকে দূরে ছিল। তরুণ প্রজন্ম ভোট দিতে পারেনি। এমন বাস্তবতায় ডাকসু নির্বাচন জাতির জন্য একটি আশার আলো হয়ে থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষার্থীবৃন্দ এবং অন্তর্বর্তীকালীন সরকারকে আন্তরিক ধন্যবাদ জানাই।”
তিনি সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীকেও অভিনন্দন জানিয়ে বলেন, “নির্বাচনে জয়-পরাজয় স্বাভাবিক। কিন্তু যে দায়িত্বশীল মনোভাব তোমরা প্রদর্শন করেছ এবং শিক্ষার্থীদের কাছে গিয়েছো, তা তোমাদের ভবিষ্যত জীবনকে উজ্জ্বল করবে।”
চরমোনাই পীর আরও বলেন, “এই নির্বাচনে ইসলামপন্থার বিজয় জাতিকে আশার আলো দেখিয়েছে। বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ। ধর্মপ্রতি ভালোবাসা ও জীবন পরিচালনায় ধর্মের গুরুত্ব দেশের হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতিতে দৃঢ়ভাবে নিহিত। ডাকসুর মুক্ত, নিরপেক্ষ ভোটে শিক্ষার্থীদের মধ্যে ইসলামবোধের উন্মেষ দেখা গেছে। আগামী জাতীয় নির্বাচনে এর প্রভাবও লক্ষ্য করা যাবে, ইনশাআল্লাহ।”
তিনি ডাকসুর নতুন নেতৃত্বকে সতর্ক করে বলেন, “তোমাদের দায়িত্ব ও কর্তব্য অনেক। কার্যদক্ষতা, সততা, ন্যায্যতা এবং সকলকে অন্তর্ভুক্ত করার ক্ষমতা বাংলাদেশে ইসলামকে রাজনৈতিকভাবে আরো প্রাসঙ্গিক করবে। ব্যর্থতা ও অদক্ষতা ইসলামপন্থার ভাবমূর্তি প্রশ্নের মুখে ফেলতে পারে। তাই দল-মত নির্বিশেষে সকলকে গ্রহণ করতে হবে। সকলের মত ও চিন্তার স্বাধীনতা নিশ্চিত করতে হবে। ইসলামের উদারতার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়কে উন্নতমানে নিয়ে যেতে হবে।”
শেষে চরমোনাই পীর দোয়া করে বলেন, “ইসলামের প্রাথমিককালে সকল ধর্ম ও চিন্তাধারার মানুষ যেভাবে স্বাচ্ছন্দ বোধ করত, তোমাদের কার্যকালেও যেন সবাই নিরাপদ ও স্বাচ্ছন্দ বোধ করে। আল্লাহ তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল করুন।”
No comments:
Post a Comment