ডাকসুতে শিবিরের প্যানেল এগিয়ে - People’s Bangla

People’s Bangla

Voice of the People | জনতার কণ্ঠস্বর

সর্বশেষ

Home Top Ad

Post Top Ad

Tuesday, September 9, 2025

ডাকসুতে শিবিরের প্যানেল এগিয়ে

ডাকসুতে শিবিরের প্যানেল এগিয়ে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ইতিহাস গড়ার পথে ইসলামী ছাত্রশিবির। প্রাথমিক ফলাফলে দেখা গেছে, কার্জন হল, ভূতত্ত্ব কেন্দ্র ও একুশে হলে তাদের প্রার্থীরা বিপুল ভোটে এগিয়ে রয়েছেন। অসমর্থিত সূত্র বলছে, আটটি কেন্দ্রের বাকি অংশেও ছাত্রশিবিরের প্রার্থীরা ব্যাপক ভোটে এগিয়ে আছেন।

কার্জন হল কেন্দ্রের ঘোষিত ফল অনুযায়ী, অমর একুশে হলের ভিপি পদে শিবির-সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী আবু সাদিক কায়েম পেয়েছেন ৬৪৪ ভোট। প্রতিদ্বন্দ্বী ছাত্রদল-সমর্থিত প্রার্থী আবিদুল ইসলাম পেয়েছেন ১৪১ ভোট, উমামা ফাতেমা ৯০, শামীম হোসেন ১১১, আবদুল কাদের ৩৬ এবং বিন ইয়ামিন মোল্লা ১ ভোট পেয়েছেন।

একই হলে জিএস পদে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ফরহাদ হোসেন পেয়েছেন ৪৬৬ ভোট। প্রতিদ্বন্দ্বী মেঘ মল্লার বসু ৮৬, আবু বাকের মজুমদার ১৪৭ এবং তানভির বারী হামিম পেয়েছেন ১৮০ ভোট।

অন্যদিকে, সুফিয়া কামাল হলের ফলাফলে ভিপি পদে সাদিক কায়েম পেয়েছেন ১২৭০ ভোট, আর আবিদুল ইসলাম পেয়েছেন ৪২৩ ভোট। জিএস পদে ফরহাদ পেয়েছেন ৯৬৪ ভোট, মেঘমল্লার বসু ৫০৭ এবং হামিম ৪০২ ভোট। এজিএস পদে মহিউদ্দিন পেয়েছেন ১১৩৫ ভোট, আর হামিম পেয়েছেন ৩৯৭ ভোট

এর আগে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে টানা ভোটগ্রহণ চলে। ডাকসুর কেন্দ্রীয় সংসদের ২৮টি এবং প্রতিটি হল সংসদের ১৩টি পদে ভোট দেন শিক্ষার্থীরা।

ভোটগ্রহণ শেষে বিভিন্ন হলে ভোট কাস্টের হার প্রকাশ করা হয়। এর মধ্যে শহীদুল্লাহ হল ৮০.২৪%, একুশে হল ৮৩.৩০%, ফজলুল হক মুসলিম হল ৮১.৪৩%, জগন্নাথ হল ৮২.৪৪%, জহুরুল হক হল ৮৪.৫৬%, সলিমুল্লাহ মুসলিম হল ৮৩%, রোকেয়া হল ৬৫.৫০%, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল ৬৭.০৮%, সুফিয়া কামাল হল ৬৪% এবং শামসুন নাহার হলে ৬৩.৬৭% ভোট কাস্ট হয়েছে।

No comments:

Post a Comment

Post Bottom Ad

© 2025 Peoples Bangla | All Rights Reserved.
×