| ভারত কখনও আমাদের বন্ধু হতে পারে না: এটিএম আজহারুল |
ভারত কখনও বাংলাদেশের বন্ধু হতে পারে না: এটিএম আজহারুল ইসলাম
রংপুর প্রতিনিধি
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৫
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম বলেছেন, “ভারত কখনও বাংলাদেশের প্রকৃত বন্ধু হতে পারে না। তারা যদি বন্ধু হতো, তবে আমাদের স্বার্থের প্রতি খেয়াল রাখতো।”
বৃহস্পতিবার সন্ধ্যায় রংপুরের বদরগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের বাগমারার হাটে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “ভারত শুকনো মৌসুমে ফারাক্কা ও গজলডোবা ব্যারেজ দিয়ে আমাদের নদীগুলো শুকিয়ে মরুভূমি বানিয়ে দেয়। আবার বর্ষায় পানি ছেড়ে দিয়ে তলিয়ে দেয়। এখনও আমরা তিস্তার ন্যায্য হিস্যা পাইনি। খরার সময় তিস্তা নদী দিয়ে গরুর গাড়ি চলে। ভারত আন্তর্জাতিক নদী আইন মানে না। তারা শুধু নিতে জানে, দিতে জানে না।”
এ সময় তিনি ঐকমত্য কমিশনে প্রদত্ত মতামতগুলোকে আইনি ভিত্তি দেওয়ার আহ্বান জানান। তার মতে, আইনি ভিত্তি ছাড়া সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।
ভোটারদের উদ্দেশে আজহারুল ইসলাম বলেন, “সামনের নির্বাচনে সৎ, যোগ্য, দেশপ্রেমিক ও নীতিবান মানুষকে ভোট দিতে হবে। অসৎ লোককে ভোট দিলে তারা নির্বাচনের পর শুধু নিজেদের স্বার্থই দেখবে, এলাকার উন্নয়ন করবে না।”
তিনি আরও বলেন, “আওয়ামী সরকারের মতো এবার আর দিনের ভোট রাতে হবে না। জনগণ নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন।”
জামায়াতের প্রার্থীদের সততা তুলে ধরে তিনি বলেন, “আমাদের প্রার্থীরা হাই কমান্ডকে টাকা দিয়ে নমিনেশন নিতে হয় না। অন্য দলের মতো টাকার খেলায় তারা জড়িত নয়। এজন্য নির্বাচিত হলে তারা দুর্নীতি করবে না, বরং জনগণের কল্যাণে কাজ করবে।”
এর আগে এটিএম আজহারুল ইসলাম সড়ক দুর্ঘটনায় আহত বদরগঞ্জ উপজেলা জামায়াতের আমির কামরুজ্জামান কবিরকে রংপুর ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে দেখতে যান।
No comments:
Post a Comment