ইউটিউবে জুলাই অভ্যুত্থানের প্রামাণ্যচিত্র ব্লক করলো ভারত - People’s Bangla

People’s Bangla

Voice of the People | জনতার কণ্ঠস্বর

সর্বশেষ

Home Top Ad

Post Top Ad

Thursday, September 18, 2025

ইউটিউবে জুলাই অভ্যুত্থানের প্রামাণ্যচিত্র ব্লক করলো ভারত

ইউটিউবে জুলাই অভ্যুত্থানের প্রামাণ্যচিত্র ব্লক করলো ভারত

🔴 ভারতের ইউটিউবে ব্লক ‘৩৬ জুলাই: রাষ্ট্র বনাম নাগরিক’ প্রামাণ্যচিত্র

আন্তর্জাতিক ডেস্ক | পিপলস বাংলা

ভারত জাতীয় নিরাপত্তা ও জনশৃঙ্খলার অজুহাতে বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ‘৩৬ জুলাই: রাষ্ট্র বনাম নাগরিক’ ইউটিউবে ব্লক করে দিয়েছে। বৃহস্পতিবার ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

🎬 প্রামাণ্যচিত্রের পটভূমি

গত আগস্টে একটি টিভি চ্যানেলে প্রচারের পর প্রামাণ্যচিত্রটি ইউটিউবে প্রকাশ করা হয়। এর পরিচালক ভারতের সৌমিত্র দস্তিদার। তিনি জানান,
“ইউটিউবে প্রকাশের পর একটি গানের কপিরাইট নিয়ে সমস্যা হয়েছিল, যা সেপ্টেম্বরে সমাধান হয়। তখন বাংলাদেশে ভিডিওটি দেখা যাচ্ছিল। কিন্তু আমি ভারতে লিংক খুললে দেখি, এটি ব্লক করা হয়েছে।”

❓ বিতর্কের প্রশ্ন

পরিচালক অবাক হয়ে বলেন, “ভারতে যখন ‘বেঙ্গল ফাইলস’-এর মতো বিতর্কিত ছবি সরকারি নিরাপত্তা দিয়ে প্রদর্শিত হচ্ছে, সেখানে আমার প্রামাণ্যচিত্র ব্লক করা হলো কেন?”

প্রামাণ্যচিত্রটিতে বদরুদ্দিন ওমর, সাংবাদিক তাসনিম খলিল, অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ, তাজউদ্দিনের মেয়ে শারমীন আহমেদ, গবেষক মেঘমল্লার বসু ও উমামা ফাতেমার সাক্ষাৎকার অন্তর্ভুক্ত ছিল।

📌 প্রযোজনা টিম

  • স্ক্রিপ্ট ও গবেষণা: শাহেদ শুভ
  • ক্যামেরা: লুতফর রহমান

পরিচালক সৌমিত্র দস্তিদার বলেন, তিনি কেবল বাংলাদেশের গণঅভ্যুত্থানের বাস্তব চিত্র তুলে ধরেছেন। প্রত্যক্ষদর্শীরা যা দেখেছেন, তাই প্রকাশ করা হয়েছে। “এর মধ্যে ভারতের নিরাপত্তার জন্য হুমকি এমন কিছু নেই”, মন্তব্য করেন তিনি।

No comments:

Post a Comment

Post Bottom Ad

© 2025 Peoples Bangla | All Rights Reserved.
×