অনেকে বলছেন ৫ বছর থাকুন, ১০ বছর থাকুন - People’s Bangla

People’s Bangla

Voice of the People | জনতার কণ্ঠস্বর

সর্বশেষ

Home Top Ad

Post Top Ad

Monday, September 29, 2025

অনেকে বলছেন ৫ বছর থাকুন, ১০ বছর থাকুন

অনেকে বলছেন ৫ বছর থাকুন, ১০ বছর থাকুন

নির্বাচনের বিলম্ব নিয়ে ড. ইউনূসের ব্যাখ্যা: “মানুষ নানা ধরনের কথা বলছে”

জাতীয় উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, নির্বাচনের বিলম্ব নিয়ে জনগণ নানা রকম মন্তব্য করছে। কেউ বলছেন, “৫ বছর থাকুন, ১০ বছর থাকুন, ৫০ বছর থাকুন। নির্বাচনের দরকার কী?” তবে এ ধরনের মন্তব্য গণতন্ত্র নয়, বরং সুশাসন ও দুর্নীতিমুক্ত শাসন নিয়েই কেন্দ্রিত।

ড. ইউনূস এই মন্তব্য করেন, ব্রিটিশ-আমেরিকান সাংবাদিক মেহেদি হাসানকে জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দেওয়ার ফাঁকে দেয়া আলজাজিরার টক শো ‘হেড টু হেড’-এর সাক্ষাৎকারে। সাক্ষাৎকারের তিন মিনিটের ক্লিপ সোমবার রাতে জেটিওতে প্রচার করা হয়েছে।

ড. ইউনূস বলেন, “ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আনা হয়েছে রমজানের কারণে। আমরা অন্তর্বর্তী সরকার হিসেবে কাজ করছি। আমাদের তিনটি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে—সংস্কার, বিচার ও নির্বাচন। শুধু নির্বাচন করলে পুরনো সমস্যা আবার ফিরে আসতে পারে। তাই আমরা সংস্কার ও ফ্যাসিবাদের শিকড় উপড়ে ফেলা নিশ্চিত করছি, যাতে নতুন ধরনের শাসন ব্যবস্থা গড়ে উঠতে পারে।”

তিনি আরও বলেন, “যারা বলছে, ‘আপনি থাকুন’, তারা নির্বাচন নিয়ে নয়, সুশাসনের নিশ্চয়তা নিয়ে কথা বলছে। আমরা চাই দুর্নীতিমুক্ত ও গণতান্ত্রিক শাসন নিশ্চিত করতে। ভোটের আগে সেই ভিত্তি গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

সাক্ষাৎকারে ড. ইউনূস রোহিঙ্গা সংকট, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধকরণ এবং অন্যান্য জাতীয় বিষয়েও মন্তব্য করেছেন।

No comments:

Post a Comment

Post Bottom Ad

© 2025 Peoples Bangla | All Rights Reserved.
×