দলকানা প্রশাসন দ্বারা কোনো বিশ্ববিদ্যালয় চলতে পারে না |
জাকসু ফলাফল বিলম্বে ক্ষোভ প্রকাশ করলেন শিবিরের সভাপতি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ফলাফল ঘোষণায় বিলম্ব করায় ক্ষোভ প্রকাশ করেছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। শুক্রবার বিকেলে নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি এ ক্ষোভ প্রকাশ করেন।
তিনি লেখেন, “জাকসু নির্বাচন ও সময় জ্ঞানহীন প্রশাসন!!! বিশ্ববিদ্যালয় মানেই সৃজনশীলতা ও নতুন চিন্তার উন্মেষ। কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে যারা প্রশাসনের দায়িত্বে আছেন, তারা সময় ও ব্যবস্থাপনার জ্ঞান কতটুকু রাখেন—জাকসু নির্বাচনের মাধ্যমে তা স্পষ্ট হয়েছে।”
জাহিদুল ইসলাম আরও লিখেন, “সারা বিশ্ব যেখানে সেকেন্ড হিসেব করে পথ চলে, আমরা সেখানে দিন-মাস হিসাব করি। কী পরিমাণ প্রোডাক্টিভ সময় নষ্ট করছি তার হিসাব কে দেবে? এভাবে কীভাবে আমরা বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকব? দলকানা, নিম্নমানের ব্যবস্থাপনা ও সময় জ্ঞানহীন শিক্ষক-প্রশাসন দ্বারা কোনো বিশ্ববিদ্যালয় চলতে পারে না এবং চলতে দেওয়া হবে না।”
No comments:
Post a Comment