ডাকসুর ভিপি হলেন সাদিক কায়েম - People’s Bangla

People’s Bangla

Voice of the People | জনতার কণ্ঠস্বর

সর্বশেষ

Home Top Ad

Post Top Ad

Tuesday, September 9, 2025

ডাকসুর ভিপি হলেন সাদিক কায়েম

ডাকসুর ভিপি হলেন সাদিক কায়েম
 ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে ইতিহাস গড়লেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলের প্রার্থী মো. আবু সাদিক (সাদিক কায়েম)। বুধবার সকালে ঘোষিত চূড়ান্ত ফলে তিনি পেয়েছেন ১৪ হাজার ৪২ ভোট

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্রার্থী আবিদুল ইসলাম পেয়েছেন ৫ হাজার ৭০৮ ভোট। অন্যদিকে বাম দলের তাসনিম আফরোজ ইমি পেয়েছেন ৬৮ ভোট

চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মো. জসীম উদ্দিন সিনেট ভবনে আনুষ্ঠানিকভাবে এই ফল ঘোষণা করেন।

✅ অন্যান্য প্রার্থীদের প্রাপ্ত ভোট

  • মারজিয়া হোসেন জামিলা : ৩৪
  • মাহদি হাসান : ৯
  • মো. আবু তৈয়ব হাবিলদার : ১০
  • মো. দেলোয়ার হোসেন : ১২
  • মো. আজগর ব্যাপারি : ৬
  • মো. জামালউদ্দিন খালিদ : ৫০৩
  • মো. শফিক রহমান : ৬
  • বিন ইয়ামিন মোল্লা : ১৩৬
  • আতাউর রহমান শিপন : ৫
  • আবুল হোসাইন : ৭
  • মো. ইয়াছিন আরাফাত : ৬২
  • নুরুল হোসেন : ৬
  • মো. মাহিন হাসান : ২৪
  • নাসিম উদ্দিন : ২
  • ফয়সাল আহমদ : ৪
  • মুদাব্বির আহমদ : ৩৭
  • সুজন : ১
  • সোহানুর রহমান : ২
  • হাবিবউল্লাহ : ২
  • হেলাল উর রহমান : ৩
  • জান্নাতি বুলবুল : ৬

🗳️ নির্বাচনী প্রেক্ষাপট

দীর্ঘ ছয় বছর পর অনুষ্ঠিত হলো ‘মিনি পার্লামেন্ট’ খ্যাত ডাকসু নির্বাচন। এবার মোট ৩৯,৭৭৫ জন ভোটার ছিলেন, যার মধ্যে নারী ভোটার উল্লেখযোগ্য সংখ্যায় অংশ নিয়েছেন।

ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে নারী প্রার্থী ছিলেন ৬২ জন

  • ভিপি পদে : ৪৫ জন প্রার্থী (নারী ৫ জন)
  • জিএস পদে : ১৯ জন প্রার্থী (নারী ১ জন)
  • এজিএস পদে : ২৫ জন প্রার্থী (নারী ৪ জন)

ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এবার বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে মোট ৮১০টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

No comments:

Post a Comment

Post Bottom Ad

© 2025 Peoples Bangla | All Rights Reserved.
×