সাদিক-ফরহাদের ব্যালটে আগেই ক্রস দেয়াকে গুজব বললেন স্বতন্ত্র প্রার্থী হাফসা - People’s Bangla

People’s Bangla

Voice of the People | জনতার কণ্ঠস্বর

সর্বশেষ

Home Top Ad

Post Top Ad

Tuesday, September 9, 2025

সাদিক-ফরহাদের ব্যালটে আগেই ক্রস দেয়াকে গুজব বললেন স্বতন্ত্র প্রার্থী হাফসা

সাদিক-ফরহাদের ব্যালটে আগেই ক্রস দেয়াকে গুজব বললেন স্বতন্ত্র প্রার্থী হাফসা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে টিএসসি কেন্দ্রে ব্যালটে আগে থেকেই ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি ও জিএস প্রার্থীর নামে ক্রস চিহ্ন থাকার অভিযোগ নিয়ে বিতর্ক উঠেছে। বিষয়টিকে প্রোপাগান্ডা বলে দাবি করেছেন রোকেয়া হল সংসদের সমাজসেবা সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী আনিকা তাহসিন হাফসা

মঙ্গলবার রাত ৮টা ২১ মিনিটে ফেসবুকে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে হাফসা লিখেছেন, “সাদিক কায়েম এবং ফরহাদ ভাইয়ের জন্য ব্যালট আগে থেকে চিহ্নিত থাকার অভিযোগ সম্পর্কে আমি জানি কে প্রোপাগান্ডা ছড়াচ্ছে। আমি ১ নম্বর টেবিলে ভোট দেওয়ার পর ৩ নম্বর টেবিলে ভোট দিতে গিয়ে প্রোপাগান্ডা ছড়িয়ে দেওয়ার চেষ্টা দেখেছি। এক মুহূর্তের জন্য আমিও হতবাক ছিলাম, ভাবছিলাম সত্য কি-না। তবে কোনো প্রমাণ ছাড়া কিছুই প্রচার করিনি। যদি একটিমাত্র ঘটনার কারণে রোকেয়া হলের ৪,০০০ ভোট প্রশ্নবিদ্ধ হয়, আমি কঠোর পদক্ষেপ নেব।”

এর আগে, দুপুর ১২টা ৩০ মিনিটে স্টুডেন্টস ইউনিটির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেক্রেটারি পদে স্বতন্ত্র প্রার্থী রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যা অভিযোগ করেছিলেন যে, টিএসসি ক্যাফেটেরিয়ার রুমে তার বান্ধবীর হাতে পৌঁছানো ব্যালটপত্রে ইতিমধ্যেই ‘ক্রস’ চিহ্ন ছিল। তিনি পোলিং কর্মকর্তাদের অবহিত করলে তারা বলেন, এটি শিক্ষার্থীর ভুলও হতে পারে।

অন্যদিকে, অভিযোগকে ‘ষড়যন্ত্র’ আখ্যায়িত করে জামায়াত-শিবির সমর্থিত ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম বলেন, “একটি পক্ষ নির্বাচনি প্রক্রিয়া ব্যাহত করার চেষ্টা করছে। ইতিমধ্যেই একুশে হলে ছাত্রদলের পক্ষে ব্যালট আগে থেকে চিহ্নিত হওয়ার খবর শুনেছি, এখন টিএসসিতেও একই অভিযোগ উঠেছে। এই ধরনের কাজে জড়িত কোনো কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।”

No comments:

Post a Comment

Post Bottom Ad

© 2025 Peoples Bangla | All Rights Reserved.
×