‘ভালো থাকুক বাংলাদেশ’, আদালতে ব্যারিস্টার সুমন - People’s Bangla

People’s Bangla

Voice of the People | জনতার কণ্ঠস্বর

সর্বশেষ

Home Top Ad

Post Top Ad

Wednesday, September 17, 2025

‘ভালো থাকুক বাংলাদেশ’, আদালতে ব্যারিস্টার সুমন

‘ভালো থাকুক বাংলাদেশ’, আদালতে ব্যারিস্টার সুমন

রিয়াজ হত্যা মামলায় আদালতে সাবেক এমপিসহ ৭ জন হাজত

যাত্রাবাড়ীতে মো. রিয়াজ (৩৫) নামে এক শ্রমিক নিহতের মামলায় বুধবার সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সায়েদুল হক সুমন বলেছেন, “দেশের যে পরিস্থিতি, ভালো থাকুক বাংলাদেশ।”

সকাল ৯টার দিকে ব্যারিস্টার সুমনসহ ৭ জনকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। তাদেরকে সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়। হাজিরির সময় তাদের হাতে হাতকড়া, মাথায় হেলমেট এবং বুকে বুলেটপ্রুফ জ্যাকেট ছিল।

অপর আসামিরা হলেন—সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, আনিসুল হক, আব্দুর রাজ্জাক এবং যাত্রাবাড়ী-৫ আসনের সাবেক এমপি কাজী মনিরুল ইসলাম মনু।

শুনানি চলাকালীন আমির হোসেন আমুর জন্য তার আইনজীবী মহসিন রেজা স্যান্ডুইচ ও ড্রাই ফুড আনার অনুমতি চান। তবে রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী এর বিরোধিতা করেন। আদালত শেষে অনুমতি না দেয়। মহসিন রেজা বলেন, “আসামি একজন বয়স্ক ব্যক্তি এবং বিভিন্ন অসুখে ভুগছেন, এজন্য তাকে নির্দিষ্ট সময় অন্তর খাবার খেতে হয়।”

শুনানি শেষে সকাল সোয়া ১০টার দিকে কঠোর নিরাপত্তা ব্যবস্থায় আসামিদের হাজতখানায় নেওয়া হয়। এ সময় ব্যারিস্টার সুমন বারবার বলেন, “ভালো থাকুক বাংলাদেশে। ভালো থাকুক বাংলাদেশে।” অন্য আসামিরা এসময় চুপচাপ মাথা নীচু রাখেন।

রিয়াজ হত্যা মামলায় অভিযোগ করা হয়েছে, জুলাই আন্দোলনের শেষ দিনে ৫ আগস্ট যাত্রাবাড়ী থানার সামনে গুলিবিদ্ধ হয়ে রিয়াজের মৃত্যু হয়। মামলা ওই থানায় দায়ের করা হয়।

No comments:

Post a Comment

Post Bottom Ad

© 2025 Peoples Bangla | All Rights Reserved.
×