ভারতীয়দের যুক্তরাষ্ট্রে প্রবেশ ঠেকাতে ‘টয়লেট আটকে দাও’ অভিযান - People’s Bangla

People’s Bangla

Voice of the People | জনতার কণ্ঠস্বর

সর্বশেষ

Home Top Ad

Post Top Ad

Sunday, September 28, 2025

ভারতীয়দের যুক্তরাষ্ট্রে প্রবেশ ঠেকাতে ‘টয়লেট আটকে দাও’ অভিযান

ভারতীয়দের যুক্তরাষ্ট্রে প্রবেশ ঠেকাতে ‘টয়লেট আটকে দাও’ অভিযান

ট্রাম্পের ভিসা ফি ঘোষণার পর যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে ‘ক্লগ দ্য টয়লেট’ অভিযান

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘H-1B’ ভিসার জন্য ১ লাখ ডলার ফি ঘোষণার পর যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে ‘ক্লগ দ্য টয়লেট’ বা ‘টয়লেট আটকে দাও’ অভিযান। মূলত ভারতীয়দের যুক্তরাষ্ট্রে প্রবেশ ঠেকাতে ডানপন্থী অনলাইন সংগঠনগুলো এ অভিযান চালাচ্ছে।

ভারতীয়দের আতঙ্ক

হিন্দুস্তান টাইমস জানায়, ভিসা ফি এক লাখ ডলারে উন্নীত করার এ ঘোষণায় আতঙ্ক সৃষ্টি হয়েছে ভারতীয়দের মধ্যে। কারণ, দীর্ঘদিন ধরে ভারতীয়রাই ছিলেন ‘H-1B’ ভিসার সবচেয়ে বড় সুবিধাভোগী।

কিভাবে চলছে অভিযান?

‘টয়লেট বন্ধ করো’ অভিযানে অংশগ্রহণকারীরা ইচ্ছাকৃতভাবে অনলাইনে বিমান বুকিং সিস্টেমে চাপ তৈরি করছে। তারা বিমানের টিকিট বুক করছে, কিন্তু মূল্য পরিশোধ করছে না। এর ফলে ওই আসনগুলো সাময়িকভাবে সংরক্ষিত দেখায় এবং নতুন ক্রেতারা টিকিট পাচ্ছেন না। এতে টিকিট সংকট তৈরি হচ্ছে এবং দাম বেড়ে যাচ্ছে।

কারা এর পেছনে?

প্রতিবেদন অনুযায়ী, অভিযানের মূল পেছনে রয়েছে অনলাইন ফোরাম ‘4Chan’। ফোরামের সদস্যরা ভারতীয়দের যুক্তরাষ্ট্রে যাওয়া ঠেকাতে পরিকল্পিতভাবে এই কাজ করছেন।

ফোরামে প্রকাশিত নির্দেশনায় বলা হয়, ভারতের যেকোনো বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্রগামী ফ্লাইটের টিকিট খুঁজে আসন রিজার্ভ করতে হবে। তবে টাকা পরিশোধ করার প্রয়োজন নেই। কারণ, বিমান সংস্থা টাকা না পেলেও অন্তত ১৫ মিনিটের জন্য আসন সংরক্ষণ করে রাখে। সেই সময়ের মধ্যে ব্রাউজারের স্ক্রিন খোলা রেখে বারবার একই কাজ করলে বুকিং সিস্টেম ব্যস্ত হয়ে পড়ে।

একজন ফোরাম ব্যবহারকারী দাবি করেছেন, তিনি একাই প্রায় ১০০টি আসন আটকে দিয়েছেন

No comments:

Post a Comment

Post Bottom Ad

© 2025 Peoples Bangla | All Rights Reserved.
×