| ভারতের সরকারি দপ্তর, বিশ্ববিদ্যালয়সহ হাজারো ওয়েবসাইট হ্যাকড |
ভারতের বহু সরকারি ও শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট হ্যাক — হ্যাকারদের দাবি বাংলাদেশের সাইবার প্রতিক্রিয়া
ভারতের সরকারি দপ্তর, বিশ্ববিদ্যালয়, পুলিশসহ হাজারো ওয়েবসাইট হ্যাক করা হয়েছে — এমন দাবি করেছে একটি হ্যাকার গ্রুপ। তারা বলছে, বাংলাদেশের ওয়েবসাইটগুলোতে চলমান হামলার প্রতিক্রিয়ায় এই কাণ্ড সংঘটিত হয়েছে।
হ্যাকড হওয়া সাইটগুলোর মধ্যে হরিয়ানা বিধানসভার সরকারি সাইটও রয়েছে। ঘুরে দেখা হলে দেখা যায়, এসব সাইটে বড় আকারে ‘হ্যাকড বাই শেখ হাসিনা’ লেখা ব্যানার ঝুলছে। কয়েকটি হ্যাকড পেজে গত বছরের ৫ আগস্টের (জুলাই গণ-অভ্যথান সম্পর্কিত) ঘটনার সময়ের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি প্রদর্শন করা হচ্ছে। একই সঙ্গে সেখানে ছাত্র-জনতার দেয়া শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি নিয়ে ব্যঙ্গাত্মক স্লোগানও যুক্ত করা হয়েছে।
হ্যাকাররা তাদের হ্যাকড পেজে ভারতীয় হ্যাকারদের উদ্দেশ্য করে অবজ্ঞাসূচক বক্তব্যও রেখে দিয়েছে এবং একটি সাবধানবাণী দিয়েছে — “আর যদি কোনো একটা বাংলাদেশি আইটি অবকাঠামো তাদের দ্বারা আক্রান্ত হয় তবে ভারতীয় সাইবার স্পেসকে নরক বানিয়ে দেওয়া হবে।” তারা আরও বলেছে, ‘কোন দেশের ওয়েবসাইট সবচেয়ে বেশি দুর্বল সেটা সবাই জানে’ — এমনভাবে ভারতকে হুমকি ও তকমা দিয়েছে।
গত কয়েক দিন ধরে ভারতের বিভিন্ন হ্যাকারদের দ্বারা বাংলাদেশের ওয়েবসাইটগুলোর উপর ধারাবাহিক হামলার ঘটনা নজিরবিহীনভাবে বাড়ছিল। ধরনা করা হচ্ছে, এই হামলার প্রতিক্রিয়াতেই বাংলাদেশের হ্যাকাররা প্রথমবারের মতো এরকম জবাবীয় কার্যক্রম চালিয়েছে।
হ্যাকাররা তাদের কার্যক্রম ও প্রমাণ হিসেবে টেলিগ্রাম চ্যানেল ‘https://t.me/OpChaWala’-এ হ্যাকিংয়ের লিংকসহ পোস্ট করেছে। সংবাদ লেখা পর্যন্ত ওই লিংকগুলোতে হ্যাকের নোটিশ সাইটগুলোতে দেখা যাচ্ছে বলে দাবি করেছেন তারা।
No comments:
Post a Comment