জামায়াত ইস্যুতে জাহেদকে যেসব প্রশ্ন করলেন পিনাকী - People’s Bangla

People’s Bangla

Voice of the People | জনতার কণ্ঠস্বর

সর্বশেষ

Home Top Ad

Post Top Ad

Sunday, September 14, 2025

জামায়াত ইস্যুতে জাহেদকে যেসব প্রশ্ন করলেন পিনাকী

জামায়াত ইস্যুতে জাহেদকে যেসব প্রশ্ন করলেন পিনাকী

জামায়াত প্রসঙ্গে বিতর্ক: পিনাকী ভট্টাচার্যের পাল্টা প্রশ্ন

সম্প্রতি এক টক শো-তে জামায়াতে ইসলামী প্রসঙ্গে আলোচনায় ডা. জাহেদ উর রহমান ব্যারিস্টার শিশির মনিরকে প্রশ্ন করেন—“জামায়াতে ইসলামীতে কোনো অমুসলিম কি আমির হতে পারবে?” এ প্রশ্নকে কেন্দ্র করে অনলাইনে আলোচনা-সমালোচনা শুরু হয়। এ প্রসঙ্গে লেখক, অনলাইন অ্যাকটিভিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক পিনাকী ভট্টাচার্য তার ফেসবুক স্ট্যাটাসে ডা. জাহেদের উদ্দেশে পাল্টা প্রশ্ন তুলেছেন।

পিনাকীর ফেসবুক পোস্টের মূল বক্তব্য

পিনাকী ভট্টাচার্য লেখেন—

  • বিএনপিতে জিয়া পরিবারের বাইরে আর কেউ চেয়ারপারসন হতে পারে কি?
  • একজন আলেম কি কখনো সিপিবির প্রেসিডেন্ট হতে পারবেন?
  • সেক্ষেত্রে জামায়াত বরং অনেক বেশি inclusive

তিনি বলেন, একটি ইসলামী দলের আমির যদি হিন্দু হতে হয়, তা হিন্দু ও মুসলিম—দুই সম্প্রদায়ের জন্যই অপমানজনক। কারণ, ইসলামি পার্টির আদর্শ অনুযায়ী এমন নেতৃত্ব অনুমোদিত নয়।

পরিবারতন্ত্র বনাম আদর্শ

পিনাকী আরও বলেন, বিএনপি বা সিপিবি ধর্মনিরপেক্ষ বা বামপন্থী দল হলেও বাস্তবে নেতৃত্ব নির্দিষ্ট পরিবার বা ব্লকের মধ্যেই সীমাবদ্ধ থাকে। উদাহরণ হিসেবে তিনি তুলে ধরেন—

  • খালেদা জিয়া জেলে থাকলেও বিএনপির নেতৃত্ব তারেক রহমানের হাতেই থাকে।
  • এভাবে বিএনপিতে পরিবারকেন্দ্রিক রাজনীতি চলছে।

অন্যদিকে জামায়াত ইসলামি আদর্শভিত্তিক দল, যেখানে আমির হিন্দু না হতে পারা তাদের সনদ ও নীতির সঙ্গতিপূর্ণ।

মূল প্রশ্ন কোথায়?

পিনাকীর মতে, “ইনক্লুসিভনেস মানে হলো ভেতরের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় ভিন্নমত বা বহুত্ববাদ কতটা জায়গা পাচ্ছে।” তাই যদি জামায়াতকে হিন্দু আমির না দেওয়ার কারণে এক্সক্লুসিভ বলা হয়, তবে বিএনপিসহ সেক্যুলার দলগুলোকেও প্রশ্ন করতে হবে—কেন তারা কখনো কোনো হিন্দু, বৌদ্ধ বা অমুসলিমকে শীর্ষ নেতৃত্বে আনেনি?

No comments:

Post a Comment

Post Bottom Ad

© 2025 Peoples Bangla | All Rights Reserved.
×