‘শেখ মুজিবের আদর্শ পালন মানে বাকশাল কায়েম’ - People’s Bangla

People’s Bangla

Voice of the People | জনতার কণ্ঠস্বর

সর্বশেষ

Home Top Ad

Post Top Ad

Friday, August 15, 2025

‘শেখ মুজিবের আদর্শ পালন মানে বাকশাল কায়েম’

‘শেখ মুজিবের আদর্শ পালন মানে বাকশাল কায়েম’

শেখ মুজিবের আদর্শ মানে বাকশাল প্রতিষ্ঠা: রাশেদ খান

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান মন্তব্য করেছেন, শেখ মুজিবের আদর্শ পালন মানেই বাকশাল কায়েম ও ভিন্নমত দমন।
শুক্রবার (১৫ আগস্ট) রাত ৮টা ২০ মিনিটে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

রাশেদ খান লেখেন, আওয়ামী লীগের তথাকথিত ‘কালচারাল ফ্যাসিস্টরা’ সক্রিয় হয়েছে। তাদের আপাতদৃষ্টিতে শেখ হাসিনার বিরোধী মনে হলেও মূলত কৌশলে আওয়ামী লীগকে ক্ষমতায় ফেরানোর চেষ্টা করছে। তারা শেখ মুজিবের বন্দনা করে বোঝাতে চাইছে শেখ মুজিবের আদর্শ ভালো, কিন্তু শেখ হাসিনার শাসন খারাপ ছিল।

তিনি প্রশ্ন রাখেন—“শেখ মুজিবের শাসন যে হাসিনার চেয়ে ভয়ংকর ছিল, তা কি তারা জানে না? শেখ মুজিবের আদর্শ মানে বাকশাল প্রতিষ্ঠা, ভিন্নমতকে হত্যা এবং গণমাধ্যমের স্বাধীনতা ধ্বংস করা।”

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আরও সতর্ক করেন, ‘আওয়ামী সফটলীগারদের’ এখনই চিহ্নিত করে বর্জন না করলে ভবিষ্যতে তারা ভয়ংকর রূপ নিতে পারে। “আওয়ামী লীগ ফিরে এলে বিপ্লবীদের পরিণতি ভয়াবহ হবে,” বলেন তিনি।

এছাড়া তিনি অভিযোগ করেন, কৌশলগতভাবে এসব কালচারাল ফ্যাসিস্ট বিপ্লবীদের মধ্যে বিভেদ সৃষ্টি করে আওয়ামী লীগকে ক্ষমতায় ফেরানোর কাজ করতে পারে। তাই রাজনৈতিক প্রতিযোগিতা বা গণতান্ত্রিক চর্চা যাই থাকুক না কেন, তাদের আশ্রয়-প্রশ্রয় না দেওয়ার আহ্বান জানান রাশেদ খান।

No comments:

Post a Comment

Post Bottom Ad

© 2025 Peoples Bangla | All Rights Reserved.
×