বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান-এমডিসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা - People’s Bangla

People’s Bangla

Voice of the People | জনতার কণ্ঠস্বর

সর্বশেষ

Home Top Ad

Post Top Ad

Monday, August 18, 2025

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান-এমডিসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান-এমডিসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
 চেক ডিজঅনার মামলায় বসুন্ধরা গ্রুপ চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

চেক ডিজঅনার মামলায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান (শাহীন), ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরসহ চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান সোমবার এ পরোয়ানা জারি করেন। অপর দুই আসামি হলেন— নঈম নিজাম ও শাহেদ মুহাম্মদ আলী।

বাদীপক্ষের আইনজীবী আমজাদ হোসেন মজুমদার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৬ মে মামলাটি দায়ের করা হয়। আদালত আসামিদের হাজির হতে সমন জারি করেছিলেন। তবে রবিবার তারা আদালতে হাজির না হওয়ায় বাদীপক্ষের আবেদনের প্রেক্ষিতে বিচারক গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

এর আগে অনলাইন নিউজ পোর্টাল সকাল সন্ধ্যা ডটকম এর প্রতিবেদক রাহেনুর ইসলাম এই মামলাটি দায়ের করেন।

আদালত সূত্রে জানা যায়, রাহেনুর ইসলাম ২০০৯ সালের ১ জুলাই থেকে দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় জ্যেষ্ঠ সহ-সম্পাদক হিসেবে চাকরি শুরু করেন। ২০২৩ সালের ১৬ অক্টোবর তিনি পদত্যাগ করেন। এ সময় তার কাছে দীর্ঘ দিনের সার্ভিস বেনিফিট বাবদ টাকা পাওনা হয়। পাওনা টাকা পরিশোধের জন্য কোম্পানির পক্ষ থেকে তাকে মোট ১০টি চেক প্রদান করা হয়।

এই চেকগুলোর মধ্যে দুইটি নগদায়ন হলেও বাকি ৮টির মধ্যে দুইটি চেক (১ লাখ ৯৬ হাজার ৭৮ টাকা) ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র মুগদা শাখায় জমা দেন রাহেনুর ইসলাম। কিন্তু ২৩ মার্চ অপর্যাপ্ত তহবিল দেখিয়ে চেকগুলো ডিজঅনার হয়।

পরে ৮ এপ্রিল আসামিদের লিগ্যাল নোটিশ পাঠানো হলেও তারা টাকা পরিশোধের কোনো পদক্ষেপ নেননি। অবশেষে ভুক্তভোগী আদালতে মামলা দায়ের করলে বিচারক গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

No comments:

Post a Comment

Post Bottom Ad

© 2025 Peoples Bangla | All Rights Reserved.
×