নিখোঁজের ২৪ ঘণ্টা পর বিজিবি সদস্যের লাশ উদ্ধার - People’s Bangla

People’s Bangla

Voice of the People | জনতার কণ্ঠস্বর

সর্বশেষ

Home Top Ad

Post Top Ad

Monday, August 11, 2025

নিখোঁজের ২৪ ঘণ্টা পর বিজিবি সদস্যের লাশ উদ্ধার

নিখোঁজের ২৪ ঘণ্টা পর বিজিবি সদস্যের লাশ উদ্ধার
 সিলেটে নিখোঁজের ২৪ ঘণ্টা পর পিয়াইন নদী থেকে বিজিবি সদস্যের লাশ উদ্ধার

সিলেটের সদর ইউনিয়নের আহারকান্দি আমবাড়ি (পন্নগ্রাম) এলাকায় পিয়াইন নদী থেকে নিখোঁজের ২৪ ঘণ্টা পর এক বিজিবি সদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১০ আগস্ট) বিকেল ৫টার দিকে স্থানীয় ডুবুরি নুর মিয়ার নেতৃত্বে লাশটি উদ্ধার করা হয়।

নিহত বিজিবি সদস্য সিপাহী মাসুম বিল্ল্যাহর গ্রামের বাড়ি নেত্রকোনায়। লাশ উদ্ধারের সময় জৈন্তাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন টিম, বিজিবি সদস্যরা, জনপ্রতিনিধি ও এলাকাবাসী সহযোগিতা করেন। উপস্থিত ছিলেন সিলেট সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী এবং সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক।

এর আগে শনিবার (৯ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে একই এলাকায় ভারতীয় চোরাই পণ্যবাহী একটি নৌকা থামানোর চেষ্টা করলে বিজিবির নৌকার সঙ্গে ধাক্কা লাগে। এতে উভয় নৌকা নদীতে ডুবে যায় এবং অস্ত্রসহ পানিতে তলিয়ে যান সিপাহী মাসুম বিল্ল্যাহ।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ জানান, লাশ উদ্ধার করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা না হলেও নৌকা ও চোরাই সুপারি বিজিবির হেফাজতে রয়েছে।

No comments:

Post a Comment

Post Bottom Ad

© 2025 Peoples Bangla | All Rights Reserved.
×