| দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যু নিয়ে গুরুতর অভিযোগ করলো জামায়াত |
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ও তাফসিরবিদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যু নিয়ে গুরুতর অভিযোগ করেছেন। তার দাবি, ২০২৩ সালের ১৪ আগস্ট রাতে পিজি হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসায় অবহেলার কারণে আল্লামা সাঈদীর মৃত্যু হয়।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) এক বিবৃতিতে তিনি জানান, অসুস্থ অবস্থায় কাশিমপুর কারাগার থেকে ঢাকায় এনে পিজি হাসপাতালে ভর্তি করা হলেও কর্তব্যরত চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষ যথাযথ চিকিৎসা দেননি। এ বিষয়ে বিভিন্ন মাধ্যমে চিকিৎসায় অবহেলার নানা তথ্য প্রকাশিত হয়েছে। এমনকি তার স্ত্রী ও সন্তানদের সাক্ষাতের সুযোগও দেওয়া হয়নি। শেষ পর্যন্ত হাসপাতালেই তার মৃত্যু ঘটে।
ডা. শফিকুর রহমান আরও বলেন, মৃত্যুর পর ঢাকায় জানাজা আদায়ের অনুমতি দেওয়া হয়নি। লাখো তৌহিদী জনতা রাজপথে নেমে জানাজার দাবি জানালে পুলিশ কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড ও গুলি চালিয়ে বহু মানুষকে আহত করে। পরে মরদেহ পিরোজপুরে গ্রামের বাড়িতে নিয়ে জানাজা ও দাফন সম্পন্ন হয়, যেখানে লাখো মানুষ অশ্রুসিক্ত নয়নে বিদায় জানান।
তিনি বলেন, আল্লামা সাঈদী তার দীর্ঘ জীবনে কোরআনের তাফসির, ইসলামী দাওয়াত ও জ্ঞানচর্চায় অসামান্য অবদান রেখেছেন। সংসদ সদস্য হিসেবে জাতীয় সংসদ ও বিভিন্ন কমিটিতে দায়িত্ব পালন করেছেন। তার রচিত ইসলামী সাহিত্য, তাফসির ও সিরাত গ্রন্থ ভবিষ্যৎ প্রজন্মকে আলোর পথে পরিচালিত করবে। তিনি যে দ্বিনি শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন, সেখান থেকে ইসলামের দাঈ ও মুফাসসির তৈরি হয়ে তার অসমাপ্ত কাজ এগিয়ে নিয়ে যাবে।
বিবৃতির শেষে জামায়াত আমির বলেন, “আল্লামা সাঈদী ছিলেন সত্য ও ন্যায়ের নির্ভীক কণ্ঠস্বর। তার দেখানো পথে আমরা এগিয়ে গিয়ে ন্যায়, ইনসাফ ও মানবিক মর্যাদার ভিত্তিতে একটি আধুনিক কল্যাণ রাষ্ট্র গড়ে তুলবো।”
No comments:
Post a Comment